Samsung Galaxy A25 5G লঞ্চ হতে বেশি দেরি নেই, সাধ্যের মধ্যে পাবেন দারুণ ফিচার্স

Update: 2023-11-29 14:40 GMT

স্যামসাং (Samsung) মধ্যপ্রাচ্যের মতো কিছু দেশে বাজেট সেগমেন্টে তাদের হারানো গরিমা ফিরে পেতে বেশ কয়েকটি নতুন সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি ইতিমধ্যেই Samsung Galaxy A15-এর 4G এবং 5G ভ্যারিয়েন্টের ওপর কাজ করছে, যা আগামী বছরের শুরুর দিকে Galaxy S-সিরিজের ফ্ল্যাগশিপগুলির সাথে সাথেই লঞ্চ হবে। আর এখন, Samsung Galaxy A25 5G নামে আরেকটি নতুন ফোনের ব্যাটারি সেফটি কোরিয়া (Safety Korea)-এর সার্টিফিকেশন ওয়েবসাইটে উপস্থিত হয়ে লঞ্চের ইঙ্গিত দিচ্ছে। আসুন এই সার্টিফিকেশন থেকে কি কি তথ্য উঠে এল, জেনে নেওয়া যাক।

Samsung Galaxy A25 5G-এর ব্যাটারি পেল Safety Korea-এর অনুমোদন

EB-BA256ABS মডেল কোড সহ স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি-এর ব্যাটারিটি তার ছবির সাথে সেফটি কোরিয়ার ওয়েবসাইটে উপস্থিত হয়েছে। কিন্তু এর ক্ষমতা বা পাওয়ার রেটিংয়ের মতো কোনও বিশদ বিবরণ সার্টিফিকেশন ডেটাবেসে উল্লেখ করা হয়নি। তবে, এই সার্টিফিকেশন গ্যালাক্সি এ২৫ ৫জি-এর আসন্ন লঞ্চ নিশ্চিত করে। নতুন স্মার্টফোনটি ইতিমধ্যেই সিঙ্গাপুরের আইএমডিএ (IMDA) প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে, যা এতে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC)-এর সাপোর্ট নিশ্চিত করেছে। এমনকি এটি কয়েক সপ্তাহ আগে টিইউভি রাইনল্যান্ড (TUV Rheinland) এবং জিসিএফ (GCF) সার্টিফিকেশনও পেয়েছে।

এদিকে, ইন্টারনেটে ফাঁস হওয়া স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি-এর রেন্ডারগুলি ফোনটির ডিজাইন প্রদর্শন করেছে। এমনকি ডিভাইসটির অফিসিয়াল সাপোর্ট পেজটিও কয়েকদিন আগে লাইভ হয়েছে। এই সমস্ত রিপোর্ট এবং সার্টিফিকেশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চির সুপার-অ্যামোলেড (S-AMOLED) ডিসপ্লে থাকবে। ডিসপ্লেটি ১,০০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ফোনটি মালি-জি৬৮ জিপিইউ-এর সাথে যুক্ত এবং ৫ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত এক্সিনস ১২৮০ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে বলে শোনা যাচ্ছে।

Samsung Galaxy A25 5G-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Samsung Galaxy A25 5G দুটি ভিন্ন স্টোরেজ ভ্যারিয়েন্টে আত্মপ্রকাশ করবে বলে মনে করা হচ্ছে, এগুলি হল - ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। এটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজ বিকল্প অফার করবে বলে আশা করা হচ্ছে।

ফটোগ্রাফির ক্ষেত্রে, Samsung Galaxy A25 5G সম্ভবত অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সক্ষম ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেন্সর অফার করবে। এই প্রধান ক্যামেরাটি একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত থাকবে। আর সেলফি এবং ভিডিওর জন্য, ফোনের সামনে একটি ১৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে।

Samsung Galaxy A25 5G একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট করতে পারে। চলতি মাসের শেষের দিকে বা আগামী মাসের শুরুতে Galaxy A25 5G-এর ওপর থেকে পর্দা সরানো হবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News