Samsung আনছে চমৎকার 5G স্মার্টফোন, বাজারে আসার আগেই দাম ফাঁস হয়ে গেল
স্যামসাং খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে তাদের নতুন Samsung Galaxy A25 5G স্মার্টফোনটি। এই Galaxy A সিরিজের হ্যান্ডসেটটির স্পেসিফিকেশন সম্পর্কিত একাধিক তথ্য বিভিন্ন সূত্র মারফৎ ধারাবাহিকভাবে ফাঁস হয়েছে। আর এখন একটি নতুন রিপোর্ট সমস্ত স্পেসিফিকেশন, ফিচার এবং দাম প্রকাশ করেছে। আপকামিং Samsung Galaxy A25 5G থেকে কি আশা করা যায়, আসুন জেনে নেওয়া যাক।
Samsung Galaxy A25 5G-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
উইনফিউচার-এর রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি-তে ৬.৫ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে, যা ২,৩৪০ x ১,০৮০ পিক্সেলের রেজোলিউশন এবং সর্বোচ্চ ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটিতে স্যামসাং ইন-হাউস এক্সিনস ১২৮০ চিপসেটটি ব্যবহার করা হবে। এতে ৬ জিবি/ ৮ জিবি র্যাম এবং অঞ্চলের ওপর নির্ভর করে ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ মিলতে পারে। স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬ (One UI 6) কাস্টম স্কিনে রান করবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে, Samsung Galaxy A25-এর রিয়ার ক্যামেরা সেটআপে এফ/১.৮ অ্যাপারচার সহ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সক্ষম ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার ও ১২০ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সমন্বিত একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy A25-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে, যা ইউএসবি-সি পোর্টের মাধ্যমে ২৫ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি ডুয়েল সিম, ৫জি, ওয়াইফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.১, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC), একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, একটি মাইক্রোএসডি কার্ড এবং একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো অন্যান্য বৈশিষ্ট্য সহ আসবে।
Samsung Galaxy A25 5G-এর মূল্য, উপলব্ধতা (প্রত্যাশিত)
রিপোর্টে বলা হয়েছে যে, সুইজারল্যান্ডের মার্কেটে Samsung Galaxy A25-এর দাম হবে প্রায় ২৭৯ সুইস ফ্র্যাঙ্ক (প্রায় ২৬,৩৩৫ টাকা) এবং জার্মানিতে ফোনটির দাম প্রায় ২৬৯ ইউরো থেকে ২৮৯ ইউরো (প্রায় ২৪,৫৮০ - ২৬,৪০৫ টাকা) হবে৷ Samsung Galaxy A25 মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর ছাড়পত্র পেয়েছে, যা নির্দেশ করে যে এটি নভেম্বরেই অফিশিয়ালি লঞ্চ হতে পারে।