লঞ্চের আগেই ফাঁস Samsung Galaxy A25 এর চিপসেটের নাম, আর কী কী ফিচার জানা গেল
স্যামসাং (Samsung) তাদের A-সিরিজের নতুন সংযোজন হিসাবে Galaxy A25 লঞ্চ করার পরিকল্পনা করলেও, স্মার্টফোনটি আগামী বছরের আগে বাজারে আসার সম্ভাবনা খুবই কম। কারণ Galaxy A24 গত এপ্রিল মাসে লঞ্চ হওয়ার ফলে একই বছরে আপগ্রেড ভার্সন আনার কোনও যুক্তি হয় না। তা সত্ত্বেও, স্মার্টফোনটির সম্পর্কে বিভিন্ন তথ্য ইতিমধ্যেই ফাঁস হতে শুরু করেছে। আর এখন গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে Galaxy A25 ফোনটি উপস্থিত হয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেছে।
Samsung Galaxy A25 হাজির Geekbench সাইটে
SM-A256B মডেল নম্বর সহ গিকবেঞ্চ ডেটাবেসে স্যামসাং গ্যালাক্সি এ২৫ মডেলটি তালিকাভুক্ত হয়েছে। এই লিস্টিং থেকে জানা গেছে যে, ফোনটি অক্টা-কোর এক্সিনস ১২৮০ প্রসেসর দ্বারা চালিত হবে, যা স্যামসাংয়ের একটি ইন-হাউস চিপসেট। এছাড়াও প্রকাশ হয়েছে যে, গ্যালাক্সি এ২৫-এ ৮ জিবি র্যাম পাওয়া যাবে।
গ্যালাক্সি এ-সিরিজের এই নয়া স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে, যার ওপর ওয়ান ইউআই (One UI)-এর স্তর থাকবে। বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, স্মার্টফোনটি গিকবেঞ্চ ৬-এর সিঙ্গেল-কোর টেস্টে ৯৩৭ এবং মাল্টি-কোর টেস্টে ২,১০৬ স্কোর করতে সক্ষম হয়েছে।
জানিয়ে রাখি, কিছুদিন আগে গ্যালাক্সি এ২৫-এর ডিজাইন ফাঁস হয়ে ওয়াটারড্রপ নচ সহ ৬.৪৪ ইঞ্চির ডিসপ্লে থাকবে বলে নিশ্চিত করেছে। ফোনটির পিছনে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল-লেন্স ক্যামেরা সিস্টেম অবস্থান করবে। নিরাপত্তার জন্য, হ্যান্ডসেটটির ডান পাশে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা পাওয়ার বাটন এবং ভলিউম রকার দেখা যাবে।
এছাড়া, Galaxy A25 ফোনটি একটি স্পিকার এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাকের সাথে আসবে। রিপোর্ট অনুযায়ী, ডিভাইসটির পরিমাপ হবে ১৬২ x ৭৭.৫ x ৮.৩ মিলিমিটার। আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছে যে, Galaxy A25-এর পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে। আর ফোনের সামনে একটি ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে। এটি থেকে বোঝা যায় যে, হ্যান্ডসেটটিতে তার পূর্বসূরি Galaxy A24-এর মতো একই প্রাইমারি এবং সেলফি ক্যামেরা থাকবে।