একধাক্কায় অনেকটাই দাম কমলো Samsung Galaxy A34 5G স্মার্টফোনের, এত কমে এই প্রথম

By :  SUMAN
Update: 2024-02-18 16:42 GMT

গত বছর মার্চ মাসে Samsung ভারতে একটি মিড-রেঞ্জের স্মার্টফোন লঞ্চ করে, যা এখন কম দামে বিক্রি হচ্ছে। আমরা কথা বলছি Samsung Galaxy A34 5G স্মার্টফোনের প্রসঙ্গে। জানা গেছে, এর সাথে ফ্লাট ৩,০০০ টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্টটি হালফিলে একাধিক Galaxy A-সিরিজের স্মার্টফোনের দাম কমানোর কথা ঘোষণা করেছিল। এখন আরো একটি মডেল এই তালিকায় সামিল হল। মনে করা হচ্ছে, উত্তরসূরি Samsung Galaxy A35 5G -এর লঞ্চের সময় ঘনিয়ে এসেছে বলেই হয়তো মূল্য হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। চলুন Samsung Galaxy A34 5G ফোনটি নূন্যতম কত টাকা খরচ করে পকেটস্থ করা যাবে তা জেনে নেওয়া যাক।

Samsung Galaxy A34 5G কিনুন অফারের সাথে

স্যামসাং গ্যালাক্সি এ২৪ ৫জি স্মার্টফোনের সাথে ফ্লাট ৩,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যারপর, এর ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশন যথাক্রমে ২২,৯৯৯ টাকা ও ২৪,৪৯৯ টাকা খরচ করে কেনা যাবে। যেখানে কিনা উক্ত ভ্যারিয়েন্ট দুটি আগে যথাক্রমে ২৫,৯৯৯ টাকা ও ২৭,৪৯৯ টাকায় বিক্রি হতো। একই সাথে ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্প ২৯,৪৯৯ টাকার পরিবর্তে ২৬,৪৯৯ টাকায় কেনা সম্ভব।

আগ্রহীরা স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট, অ্যামাজন ইন্ডিয়া এবং ফ্লিপকার্টের মাধ্যমে এই অফারের লাভ ওঠাতে পারবেন। এই ফোন – অওসাম সিলভার, অওসাম গ্রাফাইট, অওসাম লাইম ও লাইট ভায়োলেট কালার বিকল্পে উপলব্ধ৷

Samsung Galaxy A34 5G স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি স্মার্টফোনে রয়েছে ৬.৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০×২৩৪০ পিক্সেল) sAMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন ইনফিনিটি-ইউ নচ স্টাইলের এবং এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ভিশন বুস্টার প্রযুক্তি সমর্থন করে। উন্নত পারফরম্যান্স এবং মাল্টিটাস্কিংয়ের জন্য উক্ত ডিভাইসে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ানইউআই ৫.১ কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে। সিকিউরিটির এতে জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বিদ্যমান থাকছে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য Samsung Galaxy A34 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার OIS সমর্থিত ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/২.৪ অ্যাপারচার ৫ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের সুবিধার্থে এ-সিরিজের এই হ্যান্ডসেটে এফ/২.২ সহ অ্যাপারচার ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

এই ৫জি মডেলে ডলবি অ্যাটমস অডিও প্রযুক্তি সমর্থিত স্টেরিও স্পিকার সিস্টেম রয়েছে। তদুপরি কানেক্টিভিটির জন্য অন্তর্ভুক্ত থাকছে – ডুয়াল-সিম (একটি ই-সিম) স্লট, ৫জি, ওয়াই-ফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি/এএক্স, ব্লুটুথ ৫.৩, NFC, GPS, গ্লোনাস, বেইডো, গ্যালিলিও এবং ইউএসবি ২.০ টাইপ-সি পোর্ট। আবার সেন্সর হিসাবে এতে – অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, ফিঙ্গারপ্রিন্ট, গাইরো, ম্যাগনেটোমিটার এবং প্রক্সিমিটি সেন্সর সামিল রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A34 5G স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। IP67 রেটিং প্রাপ্ত এই হ্যান্ডসেটের পরিমাপ ১৬১.৩×৭৮.১×৮.২ মিমি এবং ওজন ১৯৯ গ্রাম।

Tags:    

Similar News