পরপর 3 বার এই ফোনের দাম কমাল Samsung, জলে ডুবলেও খারাপ হবেনা, মিলবে ভালো ফিচারও

Update: 2024-04-01 16:54 GMT

Samsung Galaxy A34 Price Cut: ভারতের বাজারে বাজেট সেগমেন্টের হ্যান্ডসেটের চাহিদা ক্রমশ বেড়েই চলেছে। আর সম্ভবত সাধারণ মানুষের এই কম-দামি ফোনগুলির প্রতি নির্ভরশীলতা দেখে এই বছর স্মার্টফোন কোম্পানিগুলি একটি নতুন পদক্ষেপ নিয়েছে – এক্ষেত্রে প্রায়ই তারা কোনো না কোনো ফোনের দাম কমানোর সিদ্ধান্ত নিচ্ছে। যেমন সম্প্রতি Samsung Galaxy A34 ফোনটির দাম আবারও একবার কমানো হয়েছে – এখন এটি আগের চেয়ে আরও 3,500 টাকা সস্তায় মিলবে। প্রসঙ্গত, এর আগেও দুবার এই ফিচারে ঠাসা Samsung স্মার্টফোনটির দাম কমিয়েছিল কোম্পানি।

আবার দামে পতন! Samsung Galaxy A34 কিনতে এখন কত খরচ হবে?

স্যামসাং গ্যালাক্সি এ34 স্মার্টফোনটি ভারতে 30,999 টাকায় লঞ্চ হয়েছিল, কিন্তু গত ডিসেম্বরে এর দাম 2,000 টাকা কমে যারপর সেটি 28,999 টাকায় পাওয়া যেত। আবার কয়েকদিন কোম্পানি এতে আরও হাজার টাকা ছাড় দেওয়ার কথা ঘোষণা করে, যাতে করে এর দাম 27,999 টাকায় নেমে আসবে। কিন্তু এখন এই ফোনটির দাম আরেকবার কমিয়ে সবাইকে চমকে দিয়েছে বিশ্বখ্যাত ব্র্যান্ডটি – আর এবার 1-2 হাজার নয়, পুরো 3,500 টাকা দাম কমেছে গ্যালাক্সি এ34-এর, যে কারণে ফোনটি কিনলে বর্তমানে 24,499 টাকা খরচ হবে।

এক্ষেত্রে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি থার্ড পার্টি রিটেইল চেইনেও এই নতুন দাম প্রযোজ্য হবে। আর বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে স্মার্টফোনটি কেনার চেষ্টা করলে নানাবিধ ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারের সুবিধা কাজে লাগাতে পারবেন।

Samsung Galaxy A34-এর স্পেসিফিকেশন: ফোনে বিশেষ কী আছে?

স্যামসাং গ্যালাক্সি এ34 5জি স্মার্টফোনটিতে 120 হার্টজ 6.6 ইঞ্চি ফুল-এইচডি+ (রেজোলিউশন 2340×1080 পিক্সেল) সুপার অ্যামোলেড (sAMOLED) ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক অক্টা-কোর ডাইমেনসিটি 1080 প্রসেসর, যার সাথে 8 জিবি পর্যন্ত র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা পাবেন। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য মিলবে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত 5,000 এমএএইচ ব্যাটারি। আবার ফটোগ্রাফির জন্য ফোনটি 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে। এছাড়া ধুলো এবং জল প্রতিরোধের জন্য এটিতে আইপি68 রেটিং দিয়েছে কোম্পানি।

উল্লেখ্য, এই হ্যান্ডসেটটি অসম লাইম (Awesome Lime), অসম গ্রাফাইট (Awesome Graphite), অসম ভায়োলেট (Awesome Violet) এবং অসম সিলভার (Awesome Silver) – চারটি কালার ভ্যারিয়েন্টে কেনার জন্য উপলব্ধ।

Tags:    

Similar News