এই বছর Samsung এর একাধিক স্মার্টফোনে আসবে Android 13 আপডেট, দেখুন আপনারটা আছে কিনা

By :  techgup
Update: 2022-09-26 18:18 GMT

Samsung বিগত ক'সপ্তাহ ধরে বিভিন্ন দেশে তাদের বিভিন্ন রেঞ্জের স্মার্টফোনে Android 13 নির্ভর One UI 5.0 বিটা প্রোগ্রাম চালাচ্ছে। তবে যোগ্য ডিভাইসগুলির তালিকা বা স্টেবেল আপডেট রোলআউট পরিকল্পনা, তা এখনও কিছুই জানায়নি দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি। স্যামসাং কিছু বলার আগেই অবশ্য একটি প্রতিবেদনে উঠে এসেছে ২০২৩ সালের আগে অ্যান্ড্রয়েডের ত্রয়োদশ সংস্করণ পেতে চলা হ্যান্ডসেটের তালিকা।

স্যামমোবাইলের দাবি, চলতি বছর শেষ হওয়ার আগে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনের দুই জেনারেশন Android 13 বেসড One UI 5.0 স্টেবেল আপডেট পাবে। আবার একই সময়ে সংস্থাটি তাদের মিড-রেঞ্জ ফোনে একই আপডেট রোলআউট করবে। জানলে অবাক হবেন ডিভাইসটি হল Galaxy A53। খবর সত্যি হলে সেটি হবে প্রথম Galaxy A সিরিজের ফোন, যা Android 13 আপডেট পাবে।

তাহলে দেখে নেওয়া যাক, ২০২৩ শুরু হওয়ার আগে স্যামসাং তাদের কোন কোন মডেলের হ্যান্ডসেটে Android 13 নির্ভর One UI 5.0 স্টেবেল সফটওয়্যার রিলিজ করবে। উল্লেখ্য, স্যামসাং এখন একমাত্র অ্যান্ড্রয়েডের স্মার্টফোন নির্মাতা, যারা চার বছর ধরে নতুন অ্যান্ড্রয়েড ভার্সন এবং পাঁচ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।

Galaxy Z Fold 4

Galaxy Z Fold 3

Galaxy Z Flip 4

Galaxy Z Flip 3

Galaxy S22 Ultra

Galaxy S21 Ultra

Galaxy S22 Plus

Galaxy S21 Plus

Galaxy S22

Galaxy S21

Galaxy A53

Tags:    

Similar News