আগামী মাসে মার্কেটে এন্ট্রি, তার আগেই লিক হয়ে গেল Samsung এর দুই নয়া ফোনের দাম

Update: 2023-02-11 07:52 GMT

গত সপ্তাহে ফ্ল্যাগশিপ Galaxy S23 সিরিজের স্মার্টফোনগুলি উন্মোচন করার পর, স্যামসাং (Samsung) আগামী মার্চ মাসে তাদের Galaxy A-সিরিজের পরবর্তী প্রজন্মের মিডরেঞ্জ ডিভাইসগুলি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। আসন্ন লাইনআপে অন্তর্ভুক্ত Galaxy A54 5G এবং Galaxy A34 5G মডেল দুটিকে নিয়ে ইতিমধ্যে টেক পাড়ায় জল্পনা শুরু হয়ে গেছে। এমনকি একাধিক রিপোর্ট সূত্রে এই নতুন হ্যান্ডসেটগুলির সম্পর্কে বেশ কিছু তথ্যও সামনে এসেছে। আর লঞ্চের কয়েক সপ্তাহ আগেই এখন, Galaxy A-সিরিজের এই দুই স্মার্টফোনের দাম অনলাইনে প্রকাশিত হয়েছে। এছাড়া, ডিভাইসগুলির কালার অপশন সম্পর্কেও জানা গেছে। চলুন তাহলে আপকামিং Samsung Galaxy A54 5G এবং Galaxy A34 5G সম্পর্কে কি কি নতুন তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

ফাঁস হল Samsung Galaxy A54 5G এবং Galaxy A34 5G- এর মূল্যের বিবরণ ও রঙের বিকল্প

অ্যাপ্পুয়ালস-এর একটি রিপোর্টে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি এবং গ্যালাক্সি এ৩৪ ৫জি-এর সম্ভাব্য দাম প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই জানা গেছে যে, এবছর স্যামসাং তাদের এ-সিরিজের অধীনে গ্যালাক্সি এ৭৪ মডেলটি বাজারে আনবে না, তাই এ৫৪ ৫জি চলতি বছরের জন্য স্যামসাং মিড-রেঞ্জের সবচেয়ে প্রিমিয়াম হ্যান্ডসেট হিসাবে আত্মপ্রকাশ করবে।

গ্যালাক্সি এ৩৪ দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে বলে জানা গেছে, এগুলি হল - ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। এর মধ্যে বেস ১২৮ জিবি মডেলটির মূল্য ৪১০ ইউরো (প্রায় ৩৬,২০০ টাকা) থেকে ৪৩০ ইউরো (প্রায় ৩৮,০০০ টাকা)-এর মধ্যে থাকবে। আবার, উচ্চতর ২৫৬ জিবি বিকল্পটির দাম ৪৭০ ইউরো (প্রায় ৪১,৫০০ টাকা) থেকে ৪৯০ ইউরো (প্রায় ৪৩,৩০০ টাকা)-এর মধ্যে হবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, গ্যালাক্সি এ৫৪ ৫জি-ও দুটি স্টোরেজ অপশনে অফার করা হবে বলে আশা করা হচ্ছে : ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। ১২৮ জিবি মডেলটির মূল্য ৫৩০ ইউরো (প্রায় ৪৬,৮০০ টাকা) থেকে ৫৫০ ইউরো (প্রায় ৪৮,৬০০ টাকা)-এর মধ্যে হবে বলে অনুমান করা হচ্ছে, যেখানে ২৫৬ জিবি সংস্করণটির দাম ৫৯০ ইউরো (প্রায় ৫২,১০০ টাকা) থেকে ৬১০ ইউরো (প্রায় ৫৩,৯০০ টাকা)-এর মধ্যে থাকবে বলে জানা গেছে। এছাড়া, গ্যালাক্সি এ৫৪ ৫জি লাইম, সিলভার, ভায়োলেট এবং গ্রাফাইট-এই চারটি কালার অপশনে বাজারে আসবে। অন্যদিকে, গ্যালাক্সি এ৩৪ লাইম, হোয়াইট, ভায়োলেট এবং গ্রাফাইট-এর মতো কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

Samsung Galaxy A54 5G-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

Galaxy A54 5G-এ ফুল-এইচডি+ রেজোলিউশন সহ ৬.৪ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করবে বলে আশা করা হচ্ছে। ফটোগ্রাফির জন্য, Galaxy A54 5G-এর রিয়ার প্যানেলে ট্রিপল-ক্যামেরা সেটআপ থাকবে বলে মনে করা হচ্ছে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অবস্থান করবে৷ আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy A54 5G ফোনটি শক্তিশালী ৫,১০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫ (One UI 5) ইউজার ইন্টারফেসে রান করবে এবং এটি জল এবং ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৭ (IP67) রেটিং সহ আসবে বলে আশা করা হচ্ছে।

Samsung Galaxy A34 5G-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

সাম্প্রতিক রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুসারে, Galaxy A34 5G মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে ৬ জিবি র‍্যাম যুক্ত থাকবে। তবে, কিছু অঞ্চলে ফোনটি এক্সিনস ১৩৮০ চিপসেটের লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। ডিভাইসটিতে ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে।

ফটোগ্রাফির জন্য, Galaxy A34 5G-তে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফি এবং ভিডিও কলের জন্য একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে বলে মনে করা হচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy A34 5G-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হতে পারে, এবং সাম্প্রতিক এফসিসি (FCC) সার্টিফিকেশন তালিকা থেকে জানা গেছে যে, এটিতে ২৫ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করার ক্ষমতা থাকবে। এটিও জল ও ধুলো প্রতিরোধী আইপি৬৭ রেটিং সহ আসবে।

Tags:    

Similar News