মিড রেঞ্জে Samsung Galaxy A55 5G নাকি OnePlus 12R 5G ফোন সেরা হবে আপনার জন্য, দেখুন পার্থক্য
কয়েক সপ্তাহে আগেই ভারতের বাজারে লঞ্চ হয়েছে Samsung Galaxy A55। এর দাম এদেশে ৩৯,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। ডিভাইসটি অ্যালুমিনিয়াম ফ্রেম যুক্ত আকর্ষণীয় ব্যাক ডিজাইনের সাথে এসেছে। আবার ফিচার হিসাবে এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে প্যানেল, অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কাস্টম ওএস, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ, ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও আন্ডার-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। এই ফোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা চলবে OnePlus 12R এর। আসুন এদের মধ্যে কে সেরা জেনে নেওয়া যাক।
Samsung Galaxy A55 5G vs OnePlus 12R 5G এর ডিসপ্লে, সেন্সর
স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি স্মার্টফোনে গরিলা গ্লাস ভিকটাস প্রটেকশন সহ ৬.৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৩৪০x১০৮০ পিক্সেল) এস-অ্যামোলেড ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে আন্ডার-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।
ওয়ানপ্লাস ১২আর ৫জি স্মার্টফোনে দেওয়া হয়েছে ৬.৭৮-ইঞ্চির ১.৫কে (২৭৮০x১২৬৪ পিক্সেল) প্রোএক্সডিআর (ProXDR) এলটিপিও অ্যামোলেড টাচস্ক্রিন, যার ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ডলবি ভিশন প্রযুক্তি সাপোর্ট করে। নিরাপত্তার জন্য এতে আন্ডার-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
Samsung Galaxy A55 5G vs OnePlus 12R 5G : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র্যাম, স্টোরেজ
স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি স্মার্টফোনে এক্সিনস ১৪৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে সর্বোচ্চ ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সংযুক্ত। যদিও মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এর স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো সম্ভব। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১ কাস্টম স্কিনে রান করে।
ওয়ানপ্লাস ১২আর ৫জি স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ফ্ল্যাগশিপ চিপসেট উপস্থিত। এটি ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এই ফোন লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অক্সিজেনওএস ১৪ কাস্টম ইউজার ইন্টারফেস দ্বারা চালিত।
Samsung Galaxy A55 5G vs OnePlus 12R 5G : ক্যামেরা সেটআপ
ক্যামেরা বিভাগের কথা বললে Samsung Galaxy A55 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - OIS সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ৫ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য মিলবে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।
ফটো ও ভিডিওগ্রাফির জন্য নয়া OnePlus 12R 5G ফোনেও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। তবে রেজোলিউশন ভিন্ন থাকছে। এই ক্যামেরাগুলি হল - OIS সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। আবার ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান।
Samsung Galaxy A55 5G vs OnePlus 12R 5G : ব্যাটারি, কানেক্টিভিটি বিকল্প
স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে। কানেক্টিভিটি বিকল্প হিসাবে - ওয়াইফাই ৮০২.২২ এ/বি/জি/এন/এসি/৬, ব্লুটুথ ৫.৩, জিপিএস, গ্যালিলিও, গ্লোনাস, বিডিএস, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি ২.০ পোর্ট অন্তর্ভুক্ত।
ওয়ানপ্লাস ১২আর ৫জি স্মার্টফোনে সমন্বিত থাকছে ৫,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ১০০ ওয়াট সুপারভুক চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। এতে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা পাওয়া যাবে না। কানেক্টিভিটির জন্য - ওয়াইফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি/৬/৭, ব্লুটুথ ৫.৩, জিপিএস, গ্যালিলিও, গ্লোনাস, বিডিএস, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি ২.০ পোর্ট সামিল থাকছে।
Samsung Galaxy A55 5G vs OnePlus 12R 5G : পরিমাপ
স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি স্মার্টফোনের পরিমাপ ১৬১.১x৭৭.৪x৮.২ মিমি এবং ওজন ২১৩ গ্রাম।
ওয়ানপ্লাস ১২আর ৫জি ফোনের পরিমাপ ১৬৩.৩x৭৫.৩x৮.৮ মিমি এবং ওজন ২০৭ গ্রাম।
Samsung Galaxy A55 5G vs OnePlus 12R 5G : দাম
ভারতের বাজারে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি স্মার্টফোন মোট তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে এসেছে। যার মধ্যে ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম রাখা হয়েছে ৩৯,৯৯৯ টাকা। আর উচ্চতর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট দুটি যথাক্রমে ৪২,৯৯৯ টাকা ও ৪৬,৯৯৯ টাকায় কেনা যাবে। এটি - আইসব্লু, লিলাক, নেভি এবং যেমন কালারে এসেছে।
এদেশে ওয়ানপ্লাস ১২আর ৫জি স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ৩৯,৯৯৯ টাকা থেকে। এই দাম এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। অন্যদিকে ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি ৪৫,৯৯৯ টাকায় পকেটস্থ করা যাবে। এটি - আয়রন গ্রে এবং কুল ব্লু কালার বিকল্পে লঞ্চ হয়েছে।