Samsung Galaxy A55 5G মুহূর্তে চার্জ হয়ে যাবে? লঞ্চের আগেই চার্জিং স্পিড সামনে আনল 3C
Samsung তাদের A সিরিজের বেশ কয়েকটি ফোনের উপর কাজ করছে। গতকালই Galaxy A15 5G ও Galaxy A25 5G মডেল দুটিকে সার্টিফিকেশন সাইটে দেখা যায়। আজ আবার Samsung Galaxy A55 5G নামের আরেকটি ডিভাইসকে 3C সার্টিফিকেশনে সাইটে অন্তর্ভুক্ত করা হল।
জানা গেছে এই ফোনের মডেল নম্বর SM-A5560 এবং এতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। উল্লেখ্য, গতবছরে আসা Samsung Galaxy A54 মডেলও একই চার্জিং স্পিড অফার করত।
আশা করা যায়, স্যামসাং আসন্ন হ্যান্ডসেটের সাথেও চার্জার দেবে না। যাইহোক, চার্জিং স্পিড ছাড়া 3C সার্টিফিকেশন সাইট থেকে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোন সম্পর্কে আর কোনো তথ্য সামনে আসেনি।
তবে এর আগে জানা গিয়েছিল যে, এই ডিভাইসে এক্সিনস ১৪৮০ প্রসেসর ব্যবহার করা হবে। সাথে থাকবে এক্সক্লিপস ৫৩০ জিপিইউ। আশা করা যায়, স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি মিড রেঞ্জে বাজারে আসবে। যদিও এর লঞ্চের তারিখ এখনও সামনে আসেনি।