5400 টাকা ডিসকউন্ট, এই প্রথম 10 হাজার টাকার কমে Samsung Galaxy F13, রয়েছে 6000mAh ব্যাটারি
আপনি যদি ১০ হাজার টাকার কমে Samsung ব্র্যান্ডের কোনো স্মার্টফোন খোঁজ করে থাকেন তাহলে সুখবর। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এই মুহূর্তে একটি Samsung Galaxy ফোনের উপর ৫৪০০ টাকা ছাড় দিচ্ছে। এই ফোনের নাম Samsung Galaxy F13। ফ্লাট ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফারও পাওয়া যাচ্ছে। যারপর এই ডিভাইসটি ৯,৫৯৯ টাকা থেকে কেনা যাবে। আসুন Samsung Galaxy F13 এর উপর পাওয়া অফারগুলি দেখে নেওয়া যাক।
Samsung Galaxy F13 এর দাম ও অফার ডিসকাউন্ট
স্যামসাং গ্যালাক্সি এফ১৩ দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে - ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। এগুলি এখন ৫,৪০০ টাকা ডিসকাউন্টের পর যথাক্রমে ৯,৫৯৯ টাকা ও ১০,৫৯৯ টাকায় বিক্রি হচ্ছে।
আবার আপনার কাছে যদি স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে তাহলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। সাথে ইএমআই ও এক্সচেঞ্জ অফারও পাওয়া যাবে।
Samsung Galaxy F13 এর বিশেষত্ব
ডুয়েল সিমের Samsung Galaxy F13 ফোনে পারফরম্যান্সের জন্য এক্সিনস ৮৫০ প্রসেসর এবং এআরএম মালি জি৫২ জিপিইউ দেওয়া হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২ বেসড ওয়ান ইউআই কাস্টম স্কিনে চলবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি উপস্থিত, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আর Samsung Galaxy F13 এর সামনে দেখা যাবে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০৮ পিক্সেল), যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫।
আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আবার ফোনটির পিছনে কোয়াড রিয়ার সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড শ্যুটার, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান।