Valentine's Offer: ভালোবাসার মাসে অত্যন্ত সস্তায় Samsung Galaxy F13 কেনার সুযোগ দিচ্ছে Flipkart

Update: 2023-02-06 06:30 GMT

গতকাল মধ্যরাতেই শেষ হয়েছে Flipkart Big Bachat Dhamaal সেল। সেক্ষেত্রে এই মুহূর্তে যদি আপনার কম দামে একটি ফোন কেনার পরিকল্পনা থাকে এবং আপনি কোনো কারণে এই সেল মিস করে থাকেন, তাহলেও কুছ পরোয়া নেই। কারণ এই ভালোবাসার মাসে Samsung Galaxy F13 বাজেট স্মার্টফোনের ওপর আকর্ষণীয় ভ্যালেন্টাইন ডিল (Valentine Deal) অফার করছে ই-কমার্স জায়ান্ট সংস্থাটি, যার ফলে আপনি খুব সস্তায় এই হ্যান্ডসেট কিনতে কিংবা পরিজন-প্রিয়জনকে উপহার দিতে পারবেন। আসুন এখন Samsung Galaxy F13-তে উপলব্ধ অফার সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

সস্তা Samsung Galaxy F13 আরও কম খরচে কেনার সুযোগ দিচ্ছে Flipkart

স্যামসাং গ্যালাক্সি এফ১৩ ফোনটি বেশি বিক্রি হওয়া বাজেট রেঞ্জের ফোনগুলির মধ্যে একটি, যার ৪ জিবি র‌্যাম বিশিষ্ট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট – ৬৪ জিবি এবং ১২৮ জিবি আছে। এখন, ফ্লিপকার্টের ভ্যালেন্টাইন ডিলের অধীনে গ্যালাক্সি এফ১৩-এর ৪ জিবি/৬৪ মডেলটি ১১,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। অন্যদিকে এর ১২৮ জিবি স্টোরেজ অপশনটি কিনতে ১২,৯৯৯ টাকা দাম পড়বে। এক্ষেত্রে ফ্ল্যাট ডিসকাউন্ট ছাড়াও নির্বাচিত ব্যাঙ্কের কার্ডের সুবিধা পাবেন ক্রেতারা। যেমন স্যামসাং অ্যাক্সিস (Samsung Axis ) ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে এই ফোনটি কিনলে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার এসবিআই (SBI) ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে মিলবে ১,০০০ টাকার তাৎক্ষণিক ছাড়, যেখানে ফ্লিপকার্ট অ্যাক্সিস (Flipkart Axis) ব্যাঙ্ক কার্ডের ওপর ৫% ক্যাশব্যাকের অফার উপলব্ধ।

এর মধ্যে ফ্লিপকার্টের এক্সচেঞ্জ অফারটিও বেশ আকর্ষণীয়। কারণ স্যামসাং গ্যালাক্সি এফ১৩ ফোনের বেস ভ্যারিয়েন্টটি পুরোনো ফোনের বিনিময়ে কিনলে ১১,৪৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে; অন্যদিকে ৪ জিবি/১২৮ জিবি মডেলে থাকবে আপ টু ১২,০০০ টাকার এক্সচেঞ্জ অফার।

Samsung Galaxy F13-এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এফ১৩-তে আছে গরিলা গ্লাস ৫ প্রোটেকশনসহ ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি প্লাস ডিসপ্লে। ফোনটি এক্সিনস ৮৫০ (Exynos 850) প্রসেসর দ্বারা চালিত হবে, যেখানে সফ্টওয়্যার হিসেবে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১২ ওএস। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য গ্যালাক্সি এফ১৩ মডেল ১৫ ওয়াট স্ট্যান্ডার্ড চার্জিং সাপোর্টযুক্ত ৬,০০০ এমএএইচের ব্যাটারি অফার করবে। এদিকে এতে ফটোগ্রাফির জন্য মিলবে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ।

Tags:    

Similar News