15 হাজার টাকার কমে Samsung এর 5G ফোন, রয়েছে 12 জিবি র‌্যাম সহ 6000mAh ব্যাটারি

By :  techgup
Update: 2023-06-04 08:46 GMT

ফ্লিপকার্টে চলছে মোবাইল বোনাঞ্জা সেল। আর আপনি এই সেলে স্যামসাংয়ের সস্তা 5G ফোন Samsung Galaxy F14 5G কিনতে পারবেন এমআরপির চেয়ে খুব কম দামে। এই ফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের এমআরপি ১৮,৪৯০ টাকা। তবে সেলে ২১% ছাড়ের পরে Samsung Galaxy F14 5G ১৪,৪৯০ টাকায় পাওয়া যাবে। আবার এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে ১২৫০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন। এছাড়া ৭ জুন পর্যন্ত চলা এই সেলে আপনি ১৩,৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও পাবেন।

Samsung Galaxy F14 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোনে রয়েছে শক্তিশালী এক্সিনস ১৩৩০ প্রসেসর। ডিসপ্লের কথা বলতে গেলে এতে ফুল এইচডি+ রেজোলিউশন সহ ৬.৬ ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল দেওয়া হয়েছে। এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। ফটোগ্রাফির জন্য এর ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশসহ ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান। 

এই ক্যামেরাগুলি হল ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সেলফি তোলার জন্য স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি মডেলে পাবেন ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর ৬ জিবি ভার্চুয়াল র‌্যাম সহ আসা এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অপারেটিং সিস্টেমের কথা বললে, Samsung Galaxy F14 5G অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ানইউআই কাস্টম স্কিনে চলে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ৫জি, ৪জি, ওয়াই-ফাই, ব্লুটুথ এবং ইউএসবি টাইপ-সি পোর্টের মতো অপশন। এই ফোনটি তিনটি কালার অপশনে পাওয়া যাবে - বিএই পার্পল, গোট গ্রিন এবং ওএমজি ব্ল্যাক।

Tags:    

Similar News