50GB ফ্রি ডেটার সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy F15 5G Airtel এডিশন, দাম শুনলে কিনতে ছুটবেন!

Update: 2024-06-13 13:08 GMT

স্যামসাং আজ (১৩ জুন) ভারতে জনপ্রিয় টেলিকম অপারেটর, এয়ারটেল (Airtel)-এর সহযোগিতায় Samsung Galaxy F15 5G Airtel Edition লঞ্চ করেছে। ফোনটিকে Airtel 5G কানেক্টিভিটির সাথে লক করা আছে এবং কেনক্স গার্ড (Knox Guard) অ্যাপ্লিকেশনের সাথে প্রি-লোড করা হয়েছে। এই কোলাবরেশন Galaxy F15 5G ফোনটিকে আগের চেয়ে আরও বেশি সাশ্রয়ী করে তুলেছে। আসুন তাহলে Samsung Galaxy F15 5G Airtel Edition হ্যান্ডসেটের দাম এবং এর সকল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy F15 5G Airtel Edition ফোনের মূল্য এবং লভ্যতা

স্যামসাং গ্যালাক্সি এফ১৫ এয়ারটেল এডিশনটির দাম শুরু হচ্ছে ১১,৯৯৯ টাকা থেকে এবং আজকে শুধুমাত্র ফ্লিপকার্ট (Flipkart)-এ বিক্রির জন্য উপলব্ধ হবে। এটিকে তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে- গ্রোভি ভায়োলেট, জ্যাজি গ্রিন এবং অ্যাশ ব্ল্যাক। ফোনটির সবকটি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হল -

৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ - ১২,৯৯৯ টাকা।

৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ - ১৪,৪৯৯ টাকা।

৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ - ১৫,৯৯৯ টাকা।

এছাড়াও, স্যামসাং গ্যালাক্সি এফ১৫ এয়ারটেল এডিশন এয়ারটেল গ্রাহকদের অতিরিক্ত ৭% (৭৫০ টাকা পর্যন্ত) ছাড় দেয়। Airtel Galaxy F15 Airtel সংস্করণের সাথে একটি ৫০ জিবি ডেটা কুপন অন্তর্ভুক্ত করবে। ক্রেতাদের সর্বনিম্ন ১৯৯ টাকা রিচার্জ করতে হবে।

তবে মনে রাখবেন, Samsung Galaxy F15 Airtel Edition ১৮ মাসের জন্য (অ্যাক্টিভেশনের তারিখ থেকে) লক করা আছে, তাই ক্রেতারা কমপক্ষে ১৮ মাসের জন্য একটি এয়ারটেল সিম কার্ড ব্যবহার করতে বাধ্য৷ এয়ারটেল এর আগে ক্রেতাদের অপ্ট আউট করার অনুমতি দেবে, তবে তার জন্য একটি ফি প্রযোজ্য হবে৷ তবে সদ্য উন্মোচিত বিশেষ সংস্করণটির স্পেসিফিকেশন স্ট্যান্ডার্ড মডেলের মতোই।

Samsung Galaxy F15 5G ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

Samsung Galaxy F15 5G ফোনে ৬.৫ ইঞ্চির এস-অ্যামোলেড (SAMOLED) ডিসপ্লে, ফুলএইচডি+ (২,৩৪০×১,০৮০ পিক্সেল) রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৮০০ নিট পিক ব্রাইটনেস, ইনফিনিটি-ইউ নচ অফার করবে। ফোনটিতে MediaTek Dimensity 6100+ প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, যার সাথে Mali G57 জিপিইউ যুক্ত রয়েছে। চিপসেটটি সর্বাধিক ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত। ফোনটিতে একটি (হাইব্রিড) মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে, যা ১ টিবি পর্যন্ত অতিরিক্ত স্টোরেজ সাপোর্ট করে এবং এতে ৬ জিবি পর্যন্ত প্রসারণযোগ্য র‍্যামও মিলবে। Samsung Galaxy F15 5G অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১ (OneUI 6.1) কাস্টম স্কিনে রান করে। ফোনটি চারটি অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড সহ পাঁচ বছরের সফ্টওয়্যার আপডেট গ্রহণ করবে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy F15 5G ফোনে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা, এফ/২.২ অ্যাপারচার সহ ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেলের ডেপ্থ লেন্স এবং এলইডি ফ্ল্যাশ দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে এফ/২.০ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেলের সেন্সর বিদ্যমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy F15 5G ফোনে বড় ৬,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ২৫ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম অফার করে। ব্যাটারিটি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে, তবে Galaxy F15 ফোনের রিটেইল প্যাকেজে চার্জিং অ্যাডাপ্টার অন্তর্ভুক্ত নেই। নিরাপত্তার জন্য, ফোনটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক ফিচার সহ এসেছে। অডিওর জন্য, এতে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, একটি মনো স্পিকার বিদ্যমান।

এছাড়া কানেক্টিভিটির জন্য, Samsung Galaxy F15 5G হ্যান্ডসেটটি ডুয়েল-সিম, ৫জি (১৩ ব্যান্ড), ওয়াই-ফাই ৮০২.১১এ/বি/জি/এন/এসি, ব্লুটুথ ৫.৩, জিপিএস, গ্লোনাস, বেইদৌ, গ্যালিলিও, কিউজেডএসএস এবং ইউএসবি ২.০ পোর্ট অফার করে। পরিশেষে, Samsung Galaxy F15 5G ফোনের ওজন ২১৭ গ্রাম এবং পরিমাপ ১৬০.১ × ৭৬.৮ × ৯.৩ মিলিমিটার।

Tags:    

Similar News