Samsung Galaxy F15 5G ট্রিপল রিয়ার ক্যামেরা ও বড় 6000mAh ব্যাটারি সহ বাজার কাঁপাতে আসছে

By :  SUMAN
Update: 2024-02-14 18:29 GMT

সম্প্রতি Samsung Galaxy F15 5G স্মার্টফোনকে সংস্থার ভারতীয় শাখার সাপোর্ট পেজে তালিকাভুক্ত হতে দেখা যায়। আবার আজ এই একই ডিভাইসের একটি রেন্ডার অনলাইনে ফাঁস হয়েছে। যার দরুন এর ডিজাইন কেমন হবে তার একটা স্পষ্ট ধারণা আমরা পেয়েছি। একইসাথে ফোনটির কালার বিকল্পও নিশ্চিত করেছে এই রেন্ডার ইমেজ। এছাড়া জানা গেছে Samsung Galaxy F15 5G হ্যান্ডসেটটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে।

Samsung Galaxy F15 5G স্মার্টফোনের রেন্ডার ফাঁস হল

ফাঁস হওয়া রেন্ডার অনুসারে, স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনটি এর পূর্বসূরি গ্যালাক্সি এফ১৪ ৫জি (Galaxy F14 5G) -এর অনুরূপ ডিজাইন সহ আসবে। অর্থাৎ এটিও স্লিম প্রোফাইল অফার করবে। ফোনের ডান পাশে ভলিউম রকার বাটন থাকবে। তবে পার্থক্য দেখা যাবে ক্যামেরা সেটআপের ক্ষেত্রে। জানিয়ে রাখি পূর্বসূরি লঞ্চ হয়েছিল ডুয়েল ক্যামেরা ইউনিটের সাথে। কিন্তু আসন্ন মডেলে একটি অতিরিক্ত ক্যামেরা সেন্সরে দেখা যাবে। অর্থাৎ গ্যালাক্সি এফ১৫ ৫জি -তে মিলবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। উল্লম্বভাবে অবস্থিত সেন্সরগুলির ঠিক ডান পাশেই একটি LED ফ্ল্যাশ লক্ষ্যণীয়।

সদ্য প্রকাশ্যে আসা রেন্ডারে Samsung Galaxy F15 5G মডেলটি - ব্ল্যাক, পার্পেল এবং মিন্ট গ্রীন কালার বিকল্পে দেখা গেছে। এটি ওয়াটারড্রপ নচ ডিজাইনের ডিসপ্লে অফার করবে বলে আশা করা হচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হতে পারে। আবার এতে পূর্বসূরির তুলনায় আপগ্রেডেড ডিসপ্লে থাকবে বলেও দাবি করা হচ্ছে। এছাড়া জানা গেছে, এই এফ-সিরিজের স্মার্টফোন একাধিক 'সেগমেন্ট ফার্স্ট' বৈশিষ্ট্য সহ আত্মপ্রকাশ করবে। যদিও এই সম্পর্কিত বিস্তারিত তথ্য এখনো অন্তরালেই রাখা হয়েছে।

এদিকে, Samsung Galaxy F15 5G স্মার্টফোন গত মাসে SM-E156B/DS মডেল নম্বর সহ 'ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস' বা BIS সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছিল। যার দরুন এর লঞ্চ সত্বর বলেই মনে হচ্ছে। এক্ষেত্রে জানিয়ে রাখি, গত বছর মার্চ মাসে Galaxy F14 5G আত্মপ্রকাশ করেছিল। ফলে সম্ভাবনা আছে উত্তরসূরিটিও একই সময়ে চালু হতে পারে।

Tags:    

Similar News