Samsung এর 5G ফোনের উপর 7 হাজার টাকা ডিসকাউন্ট, সাথে মিলছে 1 হাজার টাকা ক্যাশব্যাক

By :  SUPARNA
Update: 2022-09-09 07:08 GMT

অফারের বিষয়ে Samsung বাদবাকি টেক ব্র্যান্ডগুলিকেও টেক্কা দিয়েই চলেছে। দেখতে গেলে সংস্থাটি প্রায় প্রতি মাসেই একাধিক হ্যান্ডসেট সহ নানাবিধ প্রোডাক্টের সাথে আকর্ষণীয় ডিল দিচ্ছে। যেমন বর্তমানে F-সিরিজ অন্তর্গত একটি মিড-রেঞ্জ স্মার্টফোনের সাথে ফ্লাট ৭,০০০ টাকার ডিসকাউন্ট দেওয়া কথা ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক ব্র্যান্ডটির ভারতীয় শাখা। আজ্ঞে হ্যাঁ! আমরা কথা বলছি চলতি বছরের মার্চ মাসে লঞ্চ হওয়া Samsung Galaxy F23 5G মডেলের প্রসঙ্গে। আলোচ্য ডিভাইসের সাথে আপনারা ডিসকাউন্ট ছাড়াও ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং প্রায় ৭৭% ছাড়ের সাথে একটি নতুন চার্জারও পেয়ে যাবেন। অর্থাৎ, বাজেট বজায় রেখে একটি নতুন 5G হ্যান্ডসেট কেনার ক্ষেত্রে এই অফার আপনাদের জন্য যথেষ্টই লাভদায়ক হতে পারে। চলুন এবার দাম ও ফিচারের বিশদ সমেত Samsung Galaxy F23 5G ফোনের সাথে প্রযোজ্য অফারের প্রসঙ্গে বিশদে জেনে নেওয়া যাক এবার।

Samsung Galaxy F23 5G ফোনের দাম ও অফার

স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি স্মার্টফোনকে দুটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছিল। যার মধ্যে ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ২৩,৯৯৯ টাকার প্রাইজ ট্যাগের সাথে এসেছিল। কিন্তু সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, বর্তমানে উক্ত ভ্যারিয়েন্টের সাথে ফ্লাট ৭,০০০ টাকার ডিসকাউন্ট অফার করা হচ্ছে। যার দৌলতে, ক্রেতারা এখন ফোনটির ৬ জিবি র‍্যাম বিকল্পকে মাত্র ১৬,৯৯৯ টাকা খরচ করে পকেটস্থ করে নিতে পারবেন। ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফারের লাভও ওঠাতে পারবেন আপনারা। এক্ষেত্রে, ICICI ব্যাঙ্কের কার্ড হোল্ডাররা ধার্য মূল্যের উপর অতিরিক্ত ভাবে আরো ১,০০০ টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন।

প্রসঙ্গত, আলোচ্য ফোনটি চার্জার অ্যাডাপ্টার ছাড়াই আসে এবং আপনাকে এই অ্যাক্সেসরিজকে আলাদাভাবে কিনতে হবে। মজার বিষয় হল, এফ-সিরিজের এই ৫জি হ্যান্ডসেটকে স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে কেনার ক্ষেত্রে আপনারা ১,২৯৯ টাকা দামের এই চার্জারকে মাত্র ২৯৯ টাকায় হস্তগত করতে পারবেন। ফোনটি – অ্যাকোয়া ব্লু, কুপার ব্লাশ এবং ফরেস্ট গ্রিন কালারে উপলব্ধ।

Samsung Galaxy F23 5G ফোনের ফিচার ও স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ইনফিনিটি-ইউ ডিসপ্লে আছে। এই ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস ৫ সুরক্ষা সহ এসেছে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (UI 4.1) কাস্টম স্কিনে রান করে। স্টোরেজ হিসাব এই মডেলে ৬ জিবি পর্যন্ত র‍্যাম ও ১২৮ জিবি পর্যন্ত রম বর্তমান।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy F23 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল - এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল স্যামসাং আইএসওসেল জেএন১ প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এছাড়া, সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য ডিভাইসের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত।

স্যামসাং আনীত এই ৫জি ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে – ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস/এ-জিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ-সি এবং একটি ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক৷ উন্নত অডিও প্লেব্যাকের জন্য এটি ডলবি অ্যাটমস (Dolby Atmos) সাপোর্ট সহ এসেছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy F23 5G স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং স্পিড সাপোর্ট করে। সংস্থার তরফে জানানো হয়েছে, এই ফোনে অ্যাডাপটিভ পাওয়ার সেভিং টেকনোলজি উপলব্ধ, যা ব্যাটারির দক্ষতা আরও বাড়াবে।

Tags:    

Similar News