ট্রেন্ডিং ডিসপ্লের সাথে 108 মেগাপিক্সেল ক্যামেরা, Samsung Galaxy F54 5G লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল

Update: 2023-04-20 05:25 GMT

Samsung তাদের একটি নতুন সাশ্রয়ী মূল্যের F-সিরিজের স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করছে। এটি Samsung Galaxy F54 5G নামে আত্মপ্রকাশ করবে। ইতিমধ্যেই ডিভাইসটিকে ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন এবং ভারতীয় সাপোর্ট পেজেও দেখা গেছে, যা এদেশে ফোনটির আসন্ন আগমনের ইঙ্গিত দিচ্ছে। এখন আবার কোনও আনুষ্ঠানিক ঘোষণার আগেই, Galaxy F54 5G গুগল প্লে কনসোল (Google Play Console)-এর ডেটাবেসে উপস্থিত হয়েছে এবং সার্টিফিকেশন তালিকাটি ডিভাইসের কিছু মূল স্পেসিফিকেশনও প্রকাশ করছে।

Samsung Galaxy F54 5G-কে দেখা গেল Google Play Console-এ

SM-M546B মডেল সহ স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ফোনটি গুগল প্লে কনসোল (Google Play Console)-এর সাইটে তালিকাভুক্ত হয়েছে। লিস্টিং অনুযায়ী, এই ফোনটি স্যামসাংয়ের ইন-হাউস এক্সিনোস ১৩৮০ প্রসেসর দ্বারা চালিত হবে। এই চিপসেটে ২.৪ গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি কর্টেক্স-এ৭৮ কোর এবং চারটি কর্টেক্স-এ৫৫ কোর রয়েছে। ফোনটি ৮ জিবি র‍্যাম সহ তালিকাভুক্ত হয়েছে। তবে এটি একাধিক মেমরি কনফিগারেশনে লঞ্চ হবে বলে আশা করা যায়। স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে।

এছাড়া, গুগল প্লে কনসোল-এর তালিকা থেকে প্রকাশিত স্যামসাং গ্যালাক্সি এফ৫৪-এর রেন্ডার ইমেজ অনুযায়ী, ফোনটির ডিসপ্লের ওপরে পাঞ্চ-হোল কাট-আউট এবং চারধারে পাতলা বেজেল থাকবে। এটি ১,০৮০ x ২,৪০০ পিক্সেল রেজোলিউশন এবং ৪৫০ ডিপিআই স্ক্রিন ডেনসিটি অফার করবে। অন্যদিকে, ফোনটির রিয়ার প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপটি উল্লম্বভাবে সজ্জিত হবে। তবে এগুলি ছাড়া, Samsung Galaxy F54 5G-এর গুগল প্লে কনসোল তালিকাটি আর কোনও বিবরণ প্রকাশ করেনি।

জানিয়ে রাখি, Samsung Galaxy F54 5G সম্ভবত গত মাসে আত্মপ্রকাশ করা Samsung Galaxy M54-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হবে। সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী, Samsung Galaxy F54 5G এপ্রিলের শেষের দিকে ভারতে লঞ্চ হতে পারে। এটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। ফোনটি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অফার করবে বলে জানা গেছে। আগামী দিনে বিভিন্ন রিপোর্টের মাধ্যমে Galaxy F54 5G সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News