Samsung Galaxy M14 জলের দরে 50MP ট্রিপল ক্যামেরা সহ লঞ্চ হল, ফিচার্সে চাইনিজ ফোন পাত্তা পাবে না
Samsung সম্প্রতি ভারতে বাজেট রেঞ্জে Galaxy F15 5G লঞ্চ করেছে। আর আজ দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি চুপিসারে সস্তায় Galaxy M-সিরিজের একটি নতুন ফোন এদেশের বাজারে নিয়ে এসেছে, যার নাম Galaxy M14 4G। এই নতুন মডেলটি Samsung M14 5G-এরই সামান্য টোন-ডাউন ভার্সন বলা চলে। এতে রয়েছে এলসিডি ডিসপ্লে, Qualcomm Snapdragon 480 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন তাহলে নবাগত Samsung Galaxy M14 4G-এর দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Samsung Galaxy M14 4G-এর দাম
ভারতের বাজার স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৪জি-এর বেস ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮,৪৯৯ টাকা। এছাড়া উচ্চতর ৬ জিবি + ১২৮ জিবি মডেলটি ১১,৪৯৯ টাকায় পাওয়া যাবে। এটি আর্কটিক ব্লু এবং স্যাফায়ার ব্লু কালারে বেছে নেওয়া যাবে। অ্যামাজন ইন্ডিয়া (Amazon India)-এর প্ল্যাটফর্ম থেকে কেনা যাবে।
Samsung Galaxy M14 4G-এর স্পেসিফিকেশন এবং ফিচার
স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৪জি-এ ৬.৭ ইঞ্চির এলসিডি স্ক্রিন রয়েছে, যার ওপরে ইনফিনিটি-ইউ আকৃতির নচ এবং নীচে পুরু চিন রয়েছে। এটি ফুলএইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে৷ স্মার্টফোনটির পিছনে তিনটি উল্লম্বভাবে সজ্জিত ক্যামেরা সেন্সর এবং পাওয়ার বাটনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে।
ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy M14 4G-এ ফাইভ জি ভ্যারিয়েন্টের মতো একই ক্যামেরা সেটআপ রয়েছে। অর্থাৎ, এতেও ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ইউনিট রয়েছে৷ আর ফোনের সামনে একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা বিদ্যমান।
পারফরম্যান্সের জন্য, Samsung Galaxy M14 4G-তে Qualcomm Snapdragon 480 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। এটি ভার্চুয়াল র্যাম সাপোর্ট সহ সর্বাধিক ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ অফার করে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Galaxy M14 4G-তে ২৫ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট রয়েছে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, এটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে ওয়ানইউআই ৫.১ (OneUI 5.1) কাস্টম স্কিনে চলে৷ এটি দুটি ওএস আপডেট এবং চার বছরের সিকিউরিটি প্যাচ গ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে স্যামসাং ৷