ফোনে বেশিক্ষণ চার্জ থাকে না? মুশকিল আসান করতে আসছে Samsung Galaxy M15 5G

Update: 2024-02-21 05:56 GMT

স্যামসাং চলতি বছরের প্রথমার্ধে অনেকগুলি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যার মাধ্যমে একটি হল Samsung Galaxy M15 5G। ফোনটির সম্পর্কে ইতিমধ্যেই একাধিক রিপোর্টের মাধ্যমে নানা তথ্য উঠে এসেছে। আর এখন এটি মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে৷ এটি 4G এবং 5G সাপোর্ট সহ কোম্পানির Galaxy M-সিরিজের লাইনআপের নয়া সংযোজন হিসাবে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। চলুন তাহলে Samsung Galaxy M15 5G সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।

Samsung Galaxy M15 5G হাজির FCC সাইটে

SM-M156B মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। লিস্টিং অনুযায়ী, ফোনটি ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই (৫ গিগাহার্টজ এবং ২.৪ গিগাহার্টজ) এবং ব্লুটুথ ফাংশনালিটির পাশাপাশি ৫জি ব্যান্ড এন৬৬ সাপোর্ট করবে। এছাড়াও, ডিভাইসটিকে EB-BM156ABY মডেল নম্বর যুক্ত একটি ব্যাটারির সাথে এফসিসি-তে দেখা গেছে। যা নির্দেশ করে যে, এতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে। অনুমান করা হচ্ছে, এর ব্যাটারির ক্ষমতা ৫,৮৮০ এমএএইচ হবে, যা সম্ভবত বর্ধিত ব্যবহারের জন্য ৬,০০০ এমএএইচ পর্যন্ত যাবে।

এর পাশাপাশি জানা গেছে যে, স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে। বলা হচ্ছে যে, বাজারে বিদ্যমান গ্যালাক্সি এ১৫-এর সাথে এই আসন্ন এম-সিরিজের ফোনটির মিল থাকতে পারে। গত ডিসেম্বরে লঞ্চ হওয়া এ১৫-এ ৬.৫ ইঞ্চির সুপার অ্যামোলেড (Super AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটিতে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ রয়েছে, যা মসৃণ কর্মক্ষমতা এবং যথেষ্ট স্টোরেজ স্পেস প্রদান করে।

ক্যামেরা ক্ষেত্রে, Samsung Galaxy M15 5G-এ Galaxy A15-এর মতোই ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে, যা ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৫ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দ্বারা গঠিত৷ ইতিমধ্যেই, Samsung Galaxy M15 5G ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS), সেফটিকোরিয়া, ডেকরা (ইউরোপ)-এর মতো একাধিক আঞ্চলিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মের অনুমোদন লাভ করেছে। এটি ইঙ্গিত দেয় যে, দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি খুব শীঘ্রই Samsung Galaxy M15 5G-এর গ্লোবাল লঞ্চের পরিকল্পনা করছে।

Tags:    

Similar News