৮ হাজার টাকা ডিসকাউন্ট, Samsung 5G ফোন এক্সচেঞ্জ অফারে মাত্র ১০৫০ টাকায় কেনার সুযোগ

Update: 2022-10-30 10:48 GMT

যদি আপনার কাছে ১,০৫০ টাকা থাকে, তাহলে কি কিনতে পারবেন? বড়জোর কোনো ফিচার ফোন বা ইয়ারবাডস। এই টাকায় JioPhone-ও পাওয়া যাবে না, কারণ এর দাম এখন প্রায় ১,৪৯৯ টাকা। কিন্তু আমরা যদি বলি আপনি ১,০৫০ টাকায় একটি 5G ফোন পেতে পারেন। আজ্ঞে হ্যাঁ! এক্সচেঞ্জ অফারে Samsung Galaxy M33 5G আপনি এত কম দামে কিনতে পারবেন। ই-কমার্স সাইট অ্যামাজন এমনই অফার নিয়ে হাজির হয়েছে।

Samsung Galaxy M33 5G এর দাম ও অফার

স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ২৪,৯৯৯ টাকা। তবে ৮,০০০ টাকা ডিসকাউন্টে এখন ফোনটি ১৬,৯৯৯ টাকায় অ্যামাজনে পাওয়া যাচ্ছে। কিন্তু আপনি চাইলে আরও কমে ডিভাইসটি নিজের করতে পারেন। এরজন্য আপনাকে এক্সচেঞ্জ অফারের লাভ ওঠাতে হবে।

অ্যামাজন স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোনের সাথে ১৫,৯৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দিচ্ছে। আর আপনি যদি পুরানো ফোন বদলে এত টাকা পেয়ে যান, তাহলে স্যামসাং ফোনটি কিনতে খরচ হবে মাত্র ১,০৫০ টাকা।

Samsung Galaxy M33 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

Samsung Galaxy M33 5G ফোনে আছে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি+ (১,০৮০x২,৪০৮ পিক্সেল) ইনফিনিটি ভি ডিসপ্লে, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং কোয়াড রিয়ার ক্যামেরা (৫০ + ৫ + ২ +২) সেটআপ। এছাড়া ফোনটি অক্টা কোর এক্সিনস প্রসেসর, ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম ও ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএইচ ব্যাটারির সাথে এসেছে। সিকিউরিটির জন্য এতে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Tags:    

Similar News