Samsung Galaxy A34 5G ভারতে আসছে 7 জুলাই, কম দামে পাবেন একঝাঁক দুর্ধর্ষ ফিচার্স
স্যামসাং লো-মিড-রেঞ্জ সেগমেন্টে দেশে Galaxy M34 5G নামে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ শোনা যাচ্ছে যে, এটি গত মার্চ মাসে লঞ্চ হওয়া Samsung Galaxy A34 5G-এর রিব্র্যান্ডেড সংস্করণ হবে। বেশ কিছুদিন ধরে ফোনটিকে টিজ করার পর, দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি অবশেষে ভারতে Samsung Galaxy A34 5G-এর অফিসিয়াল লঞ্চের তারিখ ঘোষণা করেছে। এর পাশাপাশি কোম্পানির তরফে ফোনটির কিছু বৈশিষ্ট্যও শেয়ার করা হয়েছে।
Samsung Galaxy A34 5G এর লঞ্চের তারিখ
অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে, যা প্রকাশ করেছে যে এই ফোনটি ভারতে আগামী ৭ জুলাই লঞ্চ হবে। এছাড়াও, স্যামসাং আসন্ন গ্যালাক্সি এম৩৪ ৫জি-এর জন্য আকষর্ণীয় কিছু ফিচার নিশ্চিত করেছে। এতে ভিশন বুস্টার প্রযুক্তি এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চির সুপার অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে।
আবার, একটি শটে একাধিক ভিডিও এবং ফটো ক্যাপচার করার জন্য ফোনটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং মনস্টার শট ২.০ (Monster Shot 2.0) সহ একটি ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা উপস্থিত থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। ১৬ লেন্স এফেক্ট সহ গ্যালাক্সি এম৩৪ ৫জি-এর নাইটগ্রাফি এবং ফান মোড ফটোগ্রাফির ক্ষমতা বৃদ্ধি পাবে। আর সবচেয়ে উল্লেখযোগ্যভাবে, ডিভাইসটি ২ দিন পর্যন্ত ব্যবহারের জন্য একটি বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে। যদিও, গ্যালাক্সি এম৩৪ ৫জি-এর সম্পর্কে আর কোনও তথ্য অ্যামাজন মাইক্রোসাইটে প্রকাশিত হয়নি, তবে অনলাইনে হ্যান্ডসেটটির সম্পর্কে একাধিক তথ্য ফাঁস হয়েছে। আসুন এগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
Samsung Galaxy M34 5G স্পেসিফিকেশন (সম্ভাব্য)
Galaxy M34 5G সম্ভবত মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর দ্বারা চালিত হবে, যা একটি রিব্র্যান্ডেড ডাইমেনসিটি ১০৮০ চিপসেট। ফোনটি সর্বাধিক ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হতে পারে। টিজারে উল্লেখ করা হয়েছে যে, এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে। এছাড়াও, এই স্মার্টফোনের রিয়ার ক্যামেরা সেটআপে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেখা যেতে পারে।
জানিয়ে রাখি, Samsung Galaxy M34 5G অ্যামাজনোকেনার জন্য উপলব্ধ হবে, সেইসাথে এটি অফিসিয়াল স্যামসাং ইন্ডিয়া অনলাইন স্টোর এবং অফলাইন রিটেইল স্টোরগুলিতেও পাওয়া যাবে। ভারতে ফোনটির দাম ২০,০০০ টাকার নীচে থাকবে বলে আশা করা হচ্ছে।