খুশির খবর! অফার ছাড়াই Samsung-এর এই দুর্দান্ত 5G ফোন 3 হাজার টাকা সস্তা হয়ে গেল

Update: 2024-02-15 14:32 GMT

Samsung Galaxy M34 5G Price Cut: Samsung-এর বাজেট রেঞ্জের ফোনগুলিকে এখন ভারতের বাজারের চলতি আকর্ষণ বললে খুব একটা ভুল হবেনা। একদিকে সংস্থাটি কম দামে একের পর এক ভালো ফোন লঞ্চ করছে কিংবা সাশ্রয়ী অফার দিচ্ছে, তো ক্রেতারাও স্মার্টফোন কেনার সময় তাদের পছন্দের তালিকায় রাখছেন। সেক্ষেত্রে এখন আপনি যদি Samsung-এর একটি সাশ্রয়ী মূল্যের 5G স্মার্টফোন কেনার কথা ভাবেন, তাহলে আমাদের এই প্রতিবেদন আপনার মুখে হাসি ফোটাবে। আসলে বিশ্বখ্যাত এই ব্র্যান্ডটি কয়েক মাস আগে লঞ্চ হওয়া Galaxy M34 5G স্মার্টফোনের দাম কমিয়েছে। তাদের এই সাম্প্রতিক সিদ্ধান্তের জেরে Samsung Galaxy M34 5G ফোনটি আগের চেয়ে ৩,০০০ টাকা ছাড়ে কেনা যাবে – তাও কোনো অফার ছাড়াই। আর সুবিধা বলতে আপনি এটিতে বড় AMOLED ডিসপ্লে, 50MP ক্যামেরা থেকে 6000mAh ব্যাটারি ও বিশাল স্টোরেজের মতো ফিচার উপভোগ করতে পারবেন। আসুন, এখন ঝটপট Samsung Galaxy M34 5G-এর নতুন দাম এবং এর স্পেসিফিকেশনসমূহ এক নজরে দেখে নেওয়া যাক…

অফার ছাড়া দামে পতন! দেখুন Samsung Galaxy M34 5G-র নতুন মূল্য

স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি স্মার্টফোনটির ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ছিল ১৮,৯৯৯ এবং ২০,৯৯৯ টাকা। কিন্তু সংস্থা দাম কমানোয় এগুলি এবার যথাক্রমে ১৫,৯৯৯ টাকা এবং ১৭,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এক্ষেত্রে নির্বাচিত কিছু ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে মিলবে অতিরিক্ত ১,০০০ টাকা ছাড়।

এখানেই নয়, আপনি যদি কোনো পুরোনো ফোন থাকে এক্সচেঞ্জ করে এই নতুন স্যামসাং ফোন কেনার চেষ্টা করেন তাহলেও হাজার হাজার টাকা টাকা পর্যন্ত সাশ্রয় করা যাবে (শর্তাবলি প্রযোজ্য)। উল্লেখ্য, ফোনটি মিডনাইট ব্লু, ওয়াটারফল ব্লু এবং প্রিজম সিলভার – তিনটি কালার অপশনে উপলব্ধ।

Samsung Galaxy M34 5G-এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি স্মার্টফোনটিতে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশনযুক্ত ৬.৫ ইঞ্চি এইচডি+ এস-অ্যামোলেড (sAMOLED) ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ১০০০ নিটস। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে এক্সিনস ১২৮০ প্রসেসর, যার সাথে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা থাকবে। এক্ষেত্রে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমরি ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেখা যাবে। এছাড়া ফটোগ্রাফির জন্য পাবেন ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Tags:    

Similar News