50MP সেলফি ক্যামেরা নিয়ে বাজার কাঁপাতে হাজির Samsung Galaxy M55 5G, ফিচার্স তাক লাগাবে

Update: 2024-03-28 08:32 GMT

Samsung Galaxy M55 5G চুপিচুপি লঞ্চ হয়ে গেল। স্যামসাং তার M-সিরিজের এই মিড-রেঞ্জ ফোনটিতে অ্যামোলেড প্লাস ডিসপ্লে, Qualcomm Snapdragon 7 Gen 1 চিপসেট, 256 জিবি স্টোরেজ, 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং 5,000 এমএএইচ ব্যাটারি দিয়েছে। আসুন তাহলে এই নয়া স্যামসাং ফোনের দাম, ফিচার, ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy M55 5G: স্পেসিফিকেশন, ফিচার

স্যামসাং গ্যালাক্সি এম55 5জি 6.7 ইঞ্চির অ্যামোলেড প্লাস (AMOLED Plus) ডিসপ্লের সাথে এসেছে, যার ওপরে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ-হোল কাটআউট রয়েছে। এই স্ক্রিনটি ফুলএইচডি+ রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,000 নিট পিক ব্রাইটনেস এবং একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করে৷ ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 1 চিপসেট ব্যবহার করা হয়েছে, যা 8 জিবি র‍্যাম এবং 256 জিবি বিল্ট-ইন স্টোরেজের সাথে সংযুক্ত। ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড।

ফটোগ্রাফির জন্য, স্যামসাং গ্যালাক্সি এম55 5জি-এর পিছনের প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সক্ষম 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা উপস্থিত রয়েছে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, গ্যালাক্সি এম55 5জি-এর সামনে একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা অবস্থান করছে।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Samsung Galaxy M55 5G-এ 5,000 এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি রয়েছে, যা 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। উন্নততর অডিও এক্সপেরিয়েন্সের জন্য এতে ডুয়েল স্পিকার মিলবে। এছাড়া, হ্যান্ডসেটটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP67 রেটিং সহ পলিকার্বোনেট বিল্ড সহ এসেছে। পরিশেষে, Samsung Galaxy M55 5G ফোনটি 7.8 মিমি পাতলা এবং ওজন 180 গ্রাম।

Samsung Galaxy M55 5G-এর মূল্য ও লভ্যতা

ব্রাজিলে Samsung Galaxy M55 5G-এর 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে 2,699 রিয়াল (প্রায় 45,100 টাকা)। এটি লাইট গ্রীন এবং ডার্ক ব্লু - এর মতো দুটি শেডে বেছে নেওয়া যাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই, Samsung Galaxy M55 ভারতে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। এদেশে দাম অবশ্য অতটা বেশি হবে না।

Tags:    

Similar News