Samsung Galaxy M55 5G ডলবি সাউন্ড ও 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, দাম কত রাখা হয়েছে
Samsung আজ ভারতের বাজারে তাদের M-সিরিজের নতুন ফোন হিসেবে Samsung Galaxy M55 5G লঞ্চ করল, যার দাম 26,999 টাকা থেকে শুরু হচ্ছে। ফিচারের কথা বললে, এতে FHD+ sAMOLED ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ডলবি অ্যাটমস সমর্থিত অডিও সিস্টেম, লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক কাস্টম স্কিন, এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত শক্তিশালী ব্যাটারি পাওয়া যাবে। এছাড়া হ্যান্ডসেটটি সংস্থার নিজস্ব নক্স ভল্ট প্রযুক্তি সহ এসেছে। চলুন Samsung Galaxy M55 5G স্মার্টফোনের দাম, প্রাপ্যতা ও কনফিগারেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
ভারতে Samsung Galaxy M55 5G স্মার্টফোনের দাম ও লভ্যতা
এদেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এম55 স্মার্টফোন মোট তিনটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে। যার মধ্যে 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 26,999 টাকা। আবার 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এবং টপ-এন্ড 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ মডেলের দাম থাকছে যথাক্রমে 29,999 টাকা ও 32,999 টাকা। এটি - ডেনিম ব্ল্যাক এবং লাইট গ্রীন কালার অপশনে এসেছে।
আগ্রহীরা আজ এই মুহূর্ত থেকেই স্যামসাং ইন্ডিয়া অনলাইন স্টোর এবং ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন (Amazon.in) থেকে হ্যান্ডসেটটি কিনে নিতে পারবেন।
প্রসঙ্গত লঞ্চ অফারের অংশ হিসাবে, যেকোনো নেতৃস্থানীয় ব্যাঙ্কের ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে ইএমআই ট্রানজ্যাকশন অথবা সম্পূর্ণ অর্থপ্রদান করে স্যামসাং গ্যালাক্সি এম55 স্মার্টফোন কিনলে ধার্য মূল্যের উপর ফ্লাট 2,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। যার পর ডিভাইসটি নূন্যতম 24,999 টাকা খরচ করে পকেটস্থ করা সম্ভব।
Samsung Galaxy M55 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন
Samsung Galaxy M55 5G স্মার্টফোনে রয়েছে 6.7-ইঞ্চির ফুল এইচডি প্লাস (1080×2400 পিক্সেল) sAMOLED প্লাস ইনফিনিটি-ও ডিসপ্লে প্যানেল। এই টাচস্ক্রিন - 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 1000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ভালো পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 1 প্রসেসর এবং অ্যাড্রেন 644 জিপিইউ ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ওয়ানইউআই 6 কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে। এই ফোনের সাথে চারটি অ্যান্ড্রয়েড আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থা। ডিভাইসটি 12 জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ 256 জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি 1 টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।
Samsung Galaxy M55 5G স্মার্টফোনে LED ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। এই ক্যামেরাগুলি হল - OIS, VDIS ও এফ/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + এফ/2.2 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স + এফ/2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। এদিকে ডিভাইসের সামনে এফ/2.2 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, এটি স্যামসাং নক্স ভল্ট সমর্থন সহ এসেছে। আর এটি হল এম-সিরিজেই প্রথম ফোন যার সাথে অনন্য হার্ডওয়্যার-ভিত্তিক নিরাপত্তা এবং টেম্পার-প্রুফ সলিউশন অফার করা হচ্ছে। ভালো সাউন্ড প্রদানের জন্য এতে ডলবি অ্যাটমস সমর্থিত অডিও সিস্টেম এবং সিকিউরিটি ফিচার হিসাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।
এদিকে কানেক্টিভিটির জন্য 5G SA/NSA, 4G VoLTE, ওয়াই-ফাই 802.11 এসি (2.4 গিগাহার্টজ + 5 গিগাহার্টজ), ডুয়েল সিম স্লট, ব্লুটুথ 5.3, জিপিএস, গ্লোনাস, এনএফসি, এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত থাকছে। পরিশেষে Samsung Galaxy M55 5G স্মার্টফোনে আছে 5,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। যদিও এর রিটেল বক্সে চার্জার দেওয়া হচ্ছে না।