এক দিনে জোড়া ধামাকা! 8 এপ্রিল দু'টি নতুন 5G ফোন লঞ্চের ঘোষণা করে Samsung

Update: 2024-04-03 12:19 GMT

স্যামসাং বেশ ক'দিন ধরেই তাদের M-সিরিজের কয়েকটি নতুন স্মার্টফোনের লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছিল। এবার দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে Samsung Galaxy M55 5G এবং Galaxy M15 5G-এর লঞ্চের তারিখটি ঘোষণা করেছে। M-সিরিজের দু'টি ফোনই আগামী সপ্তাহে ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে। স্যামসাং ইতিমধ্যেই অ্যামাজন (Amazon)-এ হ্যান্ডসেটগুলির উপলব্ধতা নিশ্চিত করার সাথে সাথে এগুলির কিছু স্পেসিফিকেশনও টিজ করেছে। আর এখন, ই-কমার্স প্ল্যাটফর্মে উপস্থিত Samsung Galaxy M55 5G এবং Samsung Galaxy M15 5G-এর মাইক্রোসাইট আরও কিছু নতুন তথ্য প্রকাশ করেছে৷

ভারতে Samsung Galaxy M55 5G এবং M15 5G-এর লঞ্চের তারিখ ও স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এম55 5জি এবং গ্যালাক্সি এম15 5জি স্মার্টফোন দুটি আগামী 8 এপ্রিল, দুপুর 12 টায় ভারতে উন্মোচন করা হবে৷ দুটি ডিভাইসই যথাক্রমে গ্যালাক্সি এম54 5জি এবং গ্যালাক্সি এম14 5জি-এর উত্তরসূরি হিসেবে আসবে যা গত বছর আত্মপ্রকাশ করেছিল।

প্রথমেই আসা যাক স্যামসাং গ্যালাক্সি এম15 5জি-এর স্পেসিফিকেশনের প্রসঙ্গে। এটি একটি বাজেট ডিভাইস হবে বলে আশা করা হচ্ছে। অ্যামাজন (Amazon)-এর লিস্টিং অনুযায়ী, এতে ফুলএইচডি+ রেজোলিউশন এবং 90 হার্টজ রিফ্রেশ রেট সহ ওয়াটারড্রপ নচ সহ এস-অ্যামোলেড (sAMOLED) ডিসপ্লে প্যানেল থাকবে। ফোনটিতে ফ্ল্যাট ফ্রেম দেখা যাবে, যার পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা থাকবে।

Samsung Galaxy M15 5G-এর রিয়ার প্যানেলে চেকার্ড প্যাটার্ন দেখা যাবে এবং এতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি 5 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স ও একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অবস্থান করবে৷ ফোনটির সামনে একটি 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা থাকবে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, Samsung Galaxy M15 5G ফোনটি MediaTek Dimensity 6100+ প্রসেসর দ্বারা চালিত হবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, এতে বিশাল 6,000 এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহৃত হবে বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও, এটি চার বছরের ওএস আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি প্যাচ পাবে বলে নিশ্চিত করা হয়েছে।

Samsung Galaxy M55 5G-এর ডেডিকেটেড মাইক্রোসাইট অনুসারে, এতে Qualcomm Snapdragon 7 Gen 1 প্রসেসর থাকবে। ডিভাইসটি 45 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 এমএএইচ ব্যাটারির সাথে আসবে। ফোনটিতে একটি পাঞ্চ-হোল কাটআউট সহ 6.7 ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে প্যানেল দেখা যাবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 1,000 নিট পিক ব্রাইটনেস অফার করবে৷

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy M55 5G-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ইউনিট সমন্বিত উলম্বভাবে সজ্জিত ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। আর সেলফির জন্য, সামনে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। Samsung Galaxy M55 5G ফোনটি লাইট গ্রীন এবং ব্ল্যাক কালারে পাওয়া যাবে। M55 5G-এর ভারতীয় ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন গত সপ্তাহে ব্রাজিলে লঞ্চ করা সংস্করণটির মতোই।

Tags:    

Similar News