Samsung দেশে 50MP সেলফি ক্যামেরা সহ দুর্দান্ত ফোন আনছে, লঞ্চের আগেই দাম ফাঁস

Update: 2024-03-29 14:30 GMT

স্যামসাং গতকালই (28 মার্চ) ব্রাজিলে Samsung Galaxy M55 5G নামে একটি নতুন M-সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছে। লঞ্চের কয়েক ঘন্টার মধ্যেই এবার, কোম্পানির ভারতীয় শাখা এদেশের বাজারে জন্য ডিভাইসটিকে টিজ করতে শুরু করেছে। টিজারের পাশাপাশি, এক টিপস্টার এদেশে Samsung Galaxy M55 5G-এর দাম কত হবে, তাও প্রকাশ করেছেন। চলুন তাহলে ভারতীয় বাজারে আসার আগে এই স্যামসাং ফোনটির সম্পর্কে ঠিক কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যায়।

সামনে এল Samsung Galaxy M55 5G-এর অফিসিয়াল টিজার এবং সম্ভাব্য মূল্য

অ্যামাজন ইন্ডিয়া (Amazon India)-এর সাইটে প্রকাশিত টিজারটি থেকে জানা যাচ্ছে যে, স্যামসাং গ্যালাক্সি এম55 5জি-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 1 প্রসেসর থাকবে। জানিয়ে রাখি, এই চিপসেটটি 2022 সালের মে মাসে প্রকাশ করা হয়েছিল, যা ইতিমধ্যেই ওপ্পো রেনো 8 প্রো, শাওমি সিভি 2/শাওমি 13 লাইট, অনর 90 এবং মোটোরোলা রেজার 40-এর মতো একাধিক ডিভাইসে ব্যবহার করা হয়েছে।

টিপস্টার সুধাংশু আম্ভোরে জানিয়েছেন যে, স্যামসাং গ্যালাক্সি এম55 5জি ভারতীয় বাজারে তিনটি বিকল্পে লঞ্চ হবে। এর বেস 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ মডেলটির দাম হবে 26,999 টাকা। আর উচ্চতর 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ মডেলগুলি যথাক্রমে 29,999 টাকা এবং 32,999 টাকায় পাওয়া যাবে।

Samsung Galaxy M55 5G-এর স্পেসিফিকেশন

Samsung Galaxy M55 5G-তে পাঞ্চ-হোল ডিজাইন সহ 6.7 ইঞ্চির অ্যামোলেড প্লাস (AMOLED Plus) ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 1,000 নিট ব্রাইটনেস অফার করে। নিরাপত্তার জন্য, এতে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত রয়েছে। Galaxy M55 5G-তে Qualcomm Snapdragon 7 Gen 1 চিপ ব্যবহার করা হয়েছে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14-ভিত্তিক ওয়ান ইউআই 6.1 কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy M55 5G-তে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি 50 মেগাপিক্সেলের সেলফি সেন্সর অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy M55 5G-তে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 এমএএইচ ব্যাটারি যুক্ত রয়েছে। এছাড়া, ফোনটির কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ওয়াই-ফাই 6, ব্লুটুথ 5.2, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) এবং একটি ইউএসবি-সি পোর্ট।

Tags:    

Similar News