75 হাজার টাকার Samsung ফোন মাত্র 25 হাজার টাকায়, এখান থেকে কিনুন
সস্তায় দামি দামি স্মার্টফোন কেনার জন্য প্রস্তুত হয়ে যান। ৪ মে থেকে শুরু হচ্ছে অ্যামাজনের গ্রেট সামার সেল। এই সেলের কিছু ডিল সম্পর্কে ইতিমধ্যেই জানা গেছে। অ্যামাজনের এই সেল থেকে আপনি যদি ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে দারুণ এক ডিল। যেখানে ৮ জিবি র ্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ আসা Samsung Galaxy S20 FE 5G কিনতে পারবেন ৬৪ শতাংশ ছাড়ে।
এই ফোনটির এমআরপি ৭৪,৯৯৯ টাকা, তবে Amazon Great Summer সেলে এটি ২৬,৯৯০ টাকায় বিক্রি হবে। আবার ব্যাংক অফারে ফোনটির দাম আরও ২ হাজার টাকা পর্যন্ত কমবে। শুধু তাই নয়, Samsung Galaxy S20 FE 5G এর উপর ২০,৪৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও পাওয়া যাবে।
Samsung Galaxy S20 FE 5G এর বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন
স্যামসাংয়ের এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট। আর এর সামনে ৬.৫ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ১০৮০ x ২৪০০ পিক্সেল রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। ফটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি এস ২০ এফই ৫জি ফোনের পিছনে এলইডি ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা পাওয়া যাবে।
এই ক্যামেরাগুলির মধ্যে রয়েছে ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। সেলফি তোলার জন্য এই ফোনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি এস ২০ এফই ৫জি ফোনে পাবেন ৪৫০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে ইউএসবি টাইপ-সি পোর্ট, ৫জি, ফোরজি এলটিই, ওয়াই-ফাই এবং ব্লুটুথ ৫.০ এর মতো অপশন রয়েছে।