ল্যাপটপের থেকেও বেশি মেমরি! Samsung এর এই ফোন ১ টিবি স্টোরেজ অপশনে ভারতে এল
Samaung Galaxy S22 Ultra ভারতের বাজারে নতুন মেমরি কনফিগারেশনে লঞ্চ হল। এর আগে ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ অপশনে পাওয়া যেত। এবার সেটির ১২ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ অপশনের ঘোষণা করল স্যামসাং। ভারতে Galaxy S22 Ultra লঞ্চের প্রায় এক মাস পর সংস্থাটি ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে হাজির হয়েছে।
Samaung Galaxy S22 Ultra 1TB দাম
স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রার ১ টিবি সংস্করণের দাম রাখা হয়েছে ১,৩৪,৯৯৯ টাকা। তুলনাস্বরূপ, এর ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে ১,০৯,৯৯৯ টাকা ও ১,১৮,৯৯৯ টাকা। এস২২ আল্ট্রা ফ্যান্টম ব্ল্যাক, ফ্যান্টম হোয়াইট, এবং বার্গান্ডি কালার অপশনে উপলব্ধ।
উল্লেখ্য, লঞ্চ অফার হিসেবে লাইফ সেলের সময় স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রার ১ টিবি মডেল কিনলে গ্যালাক্সি ওয়াচ৪ মাত্র ২,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এছাড়াও, ১ টিবি স্টোরেজ অপশন ক্রয় করলে গ্যালাক্সি এস ও গ্যালাক্সি নোট সিরিজ ব্যবহারকারীরা ৮,০০০ টাকার আপগ্রেড বোনাস পাবে। আবার অন্যান্য ডিভাইস ইউজারদের ক্ষেত্রে আপগ্রেড বোনাসের পরিমাণ ৫,০০০ টাকা।
Samaung Galaxy S22 Ultra স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা হ্যান্ডসেটে ১২০ হার্টজ রিফ্রেশ রেট-সহ ৬.৮ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২x ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর, ৪০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি + ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড + দুটি ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি, এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।