Samsung Galaxy S23 আরও বড় ব্যাটারির সাথে আসছে, সাথে থাকবে দমদার Snapdragon 8 Gen 2 প্রসেসর
এবছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত স্যামসাং (Samsung)-এর গ্যালাক্সি আনপ্যাকড ২০২২ (Galaxy Unpacked 2022) ইভেন্টে গ্যালাক্সি এস২২ সিরিজের ওপর থেকে পর্দা সরানো হয়। এই লাইনআপে অন্তর্ভুক্ত S22, S22+ এবং S22 Ultra- তিনটি ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটই গ্রাহকদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে। আর ২০২৩ সাল যত এগিয়ে আসছে, ততই পরবর্তী প্রজন্মের Galaxy S23 সিরিজটি সম্পর্কে একাধিক তথ্য ফাঁস হতে শুরু করেছে। সম্প্রতি এক জনপ্রিয় টিপস্টার এই লাইনআপের রেগুলার মডেলের ডিসপ্লে এবং ব্যাটারি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। আসুন এগুলি দেখে নেওয়া যাক।
ফাঁস হল Samsung Galaxy S23-এর ডিসপ্লে ও ব্যাটারি স্পেসিফিকেশন
টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)-এ স্যামসাং গ্যালাক্সি এস২৩ সম্পর্কে বেশ কিছু বিবরণ শেয়ার করেছেন। টিপস্টার জানিয়েছেন যে, ফোনটিতে ৩,৯০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, পূর্বসূরি স্যামসাং গ্যালাক্সি এস২২-এ একটি ছোট ৩,৭০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। যেখানে, গ্যালাক্সি ২১-এ বড় ৪,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছিল। তবে, চার্জিংয়ের ক্ষেত্রে নতুন এস-সিরিজের হ্যান্ডসেটে কোনও আপগ্রেড নাও দেখা যেতে পারে। টিপস্টার কেবল ইঙ্গিত দিয়েছেন যে, গ্যালাক্সি এস২৩ মডেলটি বাজারে বিদ্যমান ছোট আকারের ডিসপ্লে যুক্ত চীনা ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির থেকে পিছিয়ে থাকবে।
এছাড়াও ডিজিট্যাল চ্যাট স্টেশন প্রকাশ করেছেন যে, Samsung Galaxy S23-এ ৬.১ ইঞ্চির ফ্ল্যাট ফ্লেক্সিবল ওলেড (OLED) ডিসপ্লে থাকবে। স্ক্রিনটি ফুল-এইচডি+ রেজোলিউশন অফার করবে। তবে তিনি স্ক্রিনের রিফ্রেশ রেট বা এলটিপিও (LTPO) প্রযুক্তি সম্পর্কে কিছু বলেননি।
উল্লেখযোগ্যভাবে, ওয়েইবো পোস্টের শেষে টিপস্টার উল্লেখ করেছেন যে ত্রুটি থাকা সত্ত্বেও, Galaxy S23 ভালো কিছু বৈশিষ্ট্যও অফার করবে। মনে করা হচ্ছে, ফোনটি পূর্বসূরির চেয়ে কিছুটা বড় ব্যাটারির পাশাপাশি নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর সাথে তুলনামূলকভাবে উন্নত এন্ডিওরেন্স অফার করবে।