লঞ্চের আগেই নিত্যনতুন ফিচার ফাঁস, স্যামসাং Galaxy S23 FE সম্পর্কে নয়া কি তথ্য ফাঁস হল

Update: 2023-08-01 07:50 GMT

গত বছর জানুয়ারি মাসে Samsung Galaxy S21 FE স্মার্টফোনটি লঞ্চ হয়েছিল। এরপর একটি প্রজন্মকে বাদ দিয়ে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি সরাসরি Samsung Galaxy S23 FE নামে তাদের নতুন ফ্যান এডিশনের ফোনটি লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ডিভাইসটিকে নিয়ে গত কয়েক মাস ধরেই জল্পনা চলেছে। ইতিমধ্যেই স্মার্টফোনটির হার্ডওয়্যার স্পেসিফিকেশনগুলি সামনে এসেছে। আর এখন, ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়াম Galaxy S23 FE-এর ওয়্যারলেস চার্জিং সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে।

Samsung Galaxy S23 FE-এর ওয়্যারলেস চার্জিং ক্যাপাসিটি

ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়াম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই ফোনটি মাত্র ৪.৪ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এটি কিছুটা আশ্চর্যজনক, কারণ এর পূর্বসূরি গ্যালাক্সি এস২১ এফই-তে ১৫ ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জিং সাপোর্ট ছিল৷ মনে করা হচ্ছে, সম্ভবত পরীক্ষার সময় ফাস্ট ওয়্যারলেস চার্জিংয়ের জন্য টগল এনেবল করা হয়নি, ফলে নিম্ন চার্জিং রেট দেখা গেছে।

Samsung Galaxy S23 FE-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

সাম্প্রতিক রিপোর্টগুলি থেকে জানা গেছে যে, স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই-তে ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৪ ইঞ্চির সুপার-অ্যামোলেড (S-AMOLED) ডিসপ্লে থাকবে। এতে স্যামসাংয়ের এক্সিনস ২২০০ চিপসেট ব্যবহার করা হবে বলে শোনা যাচ্ছে, তবে কিছু দেশে এই হ্যান্ডসেটটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ১ দিয়েও লঞ্চ হতে পারে। ফোনটি ৬ জিবি/ ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে।

ক্যামেরার ক্ষেত্রে, Samsung Galaxy S23 FE-এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy S23 FE-এ ৪,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার হতে পারে যা ২৫ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে। এই নতুন স্যামসাং ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে ওয়ান ইউআই ৫.১.১ (One UI 5.1.1) সফ্টওয়্যার ভার্সনে রান করবে বলে জানা গেছে।

Tags:    

Similar News