থাকবে না ১২৮ জিবি বিকল্প, Samsung Galaxy S23 সিরিজ পাওয়া যাবে ২৫৬ জিবি মেমোরি থেকে

By :  SUMAN
Update: 2023-01-02 12:55 GMT

Samsung তাদের ফ্যানদের জন্য ২০২৩ সালকে আরো বেশি চিত্তাকর্ষক করে তোলার পরিকল্পনা করছে হয়তো। আসলে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই সম্ভবত Samsung Galaxy S23 স্মার্টফোন সিরিজ অফিসিয়াল বিশ্ব বাজারে আত্মপ্রকাশ করবে। তবে এবার নতুন চমকের সাথে আসতে পারে এই নয়া ফ্ল্যাগশিপ লাইনআপটি। টিপস্টার আহমেদ কোয়াইদারের (Ahmed Qwaider) দাবি অনুসারে, সংস্থাটি তাদের এই লেটেস্ট সিরিজের অধীনে আগত মডেলগুলিকে ২৫৬ জিবি বেস স্টোরেজ সহ ঘোষণা করতে পারে। এক্ষেত্রে জানিয়ে রাখি, Samsung এতদিন তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলি নূন্যতম ১২৮ জিবি স্টোরেজ সহ অফার করতো। কিন্তু এবার হয়তো টেক ব্র্যান্ডটিকে এই পরম্পরা ভাঙতে দেখবো আমরা।

Samsung Galaxy S23 সিরিজের বেস মডেল আসতে পারে ২৫৬ জিবি স্টোরেজের সাথে

ফোনের বেস মডেলের স্টোরেজ ক্যাপাসিটি বর্ধিত করা হলে, অধিকাংশ গ্রাহকই খুশি হবেন। তবে স্টোরেজ বৃদ্ধি হওয়ার মানে কিন্তু বিক্রয় মূল্যেও তার সরাসরি প্রভাব পড়া। প্রত্যেকবার স্যামসাং তাদের পুরোনো প্রজন্মের স্মার্টফোন সিরিজের তুলনায় নয়া ফ্ল্যাগশিপ লাইনআপ কে প্রায় ৩,০০০ টাকা অধিক মূল্যে লঞ্চ করে। ফলে আসন্ন গ্যালাক্সি এস২৩ সিরিজকে আনুমানিক ৭৫,০০০ টাকা বা তার সামান্য বেশি প্রারম্ভিক মূল্যের সাথে নিয়ে আসা হতে পারে। কেননা বিদ্যমান গ্যালাক্সি এস২২ (Galaxy S22) সিরিজের মূল্য শুরু হয়েছিল ৭২,৯৯৯ টাকা থেকে। তবে এই রীতিতে বদল দেখলেও অবাক হওয়ার কিছু নেই। কারণ ফোনের বেস স্টোরেজ যদি বেশি থাকে, তবে দাম তুলনামূলকভাবে বেশি রাখা হতেই পারে।

হাই-এন্ড ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বেস স্টোরেজ মডেলে কেন ২৫৬ জিবি স্টোরেজ অফার করা উচিত?

আপনাদের ম্যধ্যে যারা ফ্ল্যাগশিপ স্মার্টফোন ব্যবহার করেন তারা হয়তো জানেন যে, এইধরণের ফোন একাধিক হাই-টেক ফিচারের সাথে আসার দরুন অনেক বেশি স্টোরেজ ব্যবহার করে। উদাহরণস্বরূপ, একটি স্মার্টফোন যদি ৮কে (8K) রেজোলিউশনে ভিডিও রেকর্ড করার ক্ষমতা রাখে তাহলে এই ক্যামেরা-কেন্দ্রিক বৈশিষ্ট্যের জন্য প্রচুর ইন্টারনাল স্টোরেজ খরচ হয়। ফলে ছবি বা ভিডিও তুলতে তুলতে ইউজার টেরও পান না কখন তাদের মোবাইলের ১২৮ জিবি স্টোরেজ পূর্ণ হয়ে গেছে। যারপর ক্যাপচার করা ছবি, ভিডিও বা কন্টেন্টের ব্যাকআপ রাখতে ইউজারদের ক্লাউড স্টোরেজ পরিষেবা বা এসডি কার্ডের উপর নির্ভর করে থাকতে হয়।

দ্বিতীয়ত, যারা গ্রাফিক্যালি ডিমান্ডিং গেম খেলেন বা হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে ফটো এবং ভিডিও শেয়ার করেন তাদের ফোনের স্টোরেজ স্পেস অনেক তাড়াতড়ি খরচ হয়। আবার এমন অনেক অ্যাপও আছে, যেগুলি একাই ৩-৪ জিবি স্পেস দখল করে বসে থাকে। যার দরুন মাত্র কয়েক মাসের ব্যবহারে ফোনের ১২৮ জিবি স্টোরেজ নিঃশেষ হওয়া একদমই অস্বাভাবিক ব্যাপার নয়। আর ইন্টারনাল স্টোরেজ কমতে থাকার অর্থ হল ফোনের পারফরম্যান্সও ধীর হয়ে যাওয়া। তাই টেক ব্র্যান্ডগুলির উচিত তাদের হাই-এন্ড ফ্ল্যাগশিপ ফোনকে অধিক পরিমাণ স্টোরেজ বিকল্পের সাথে অফার করা। এক্ষেত্রে, স্যামসাং যদি সত্যি ২০২৩ সালে আগত গ্যালাক্সি এস২৩ সিরিজের প্রিমিয়াম মডেলগুলিকে ২৫৬ জিবি স্টোরেজের সাথে নিয়ে আসে, তবে স্টোরেজ খরচ হওয়ার চিন্তা থেকে রেহাই পাবেন ইউজাররা।

প্রসঙ্গত, টিপস্টারের দাবি অনুসারে স্যামসাং যদি নূন্যতম ২৫৬ জিবি স্টোরেজ সহ ফ্ল্যাগশিপ মডেল লঞ্চ করে, তাহলে সমগ্র ২০২৩ সাল জুড়ে আমরা এই ধরণের স্টোরেজ বিকল্প যুক্ত আরো অনেক ফোনকে আত্মপ্রকাশ করতে দেখতে পারি। কেননা প্রতিযোগিতা ছাড়া টেক দুনিয়ায় টিকে থাকে সম্ভব নয়। তাই স্যামসাংয়ের সাথে প্রতিদ্বন্দ্বীতা করতে এবং গ্রাহক-বেসকে নিজের দিকে টানার জন্য অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডগুলিও অনুরূপ রাস্তা গ্রহণ করতে পারে।

Tags:    

Similar News