iPhone-র এই জরুরী ফিচার নেই Galaxy S23 সিরিজে, কী সাফাই দিল Samsung?

Update: 2023-02-03 07:03 GMT

Samsung Galaxy S23 সিরিজ অবশেষে ভারতে লঞ্চ হয়েছে এবং এই নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি iPhone 14 সিরিজের চেয়েও দামী। স্ট্যান্ডার্ড Galaxy S23, S23+ এবং S23 Ultra আপগ্রেডেড স্পেসিফিকেশন এবং অত্যাধুনিক ফিচারে ঠাসা হলেও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছাড়াই এসেছে, যা লেটেস্ট আইফোন ব্যবহারকারীদের জীবনরক্ষাকারী ফিচার হয়ে দাঁড়িয়েছে। এটি হল স্যাটেলাইট সংযোগ। সহজ কথায় বললে, নেটওয়ার্ক ছাড়াই বার্তা পাঠানোর ব্যবস্থা। তবে একটি সাক্ষাৎকারে স্যামসাং এমএক্স-এর সিইও টিএম রোহ, এটি না থাকার কারণ ব্যাখ্যা করেছেন। তিনি ঠিক কি বলেছেন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।

Samsung Galaxy S23 মডেলগুলিতে স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচার না থাকার কারণ জানালো কোম্পানি

প্রথমেই জানাই, নতুন স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের সবকটি মডেলে ব্যবহৃত কোয়ালকমের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরে স্যাটেলাইট কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে। কিন্তু এই গ্যালাক্সি ফোনগুলি এখনও এটি অফার করে না। সিএনইটি-এর সাথে একটি সাক্ষাৎকারে, স্যামসাং ইলেকট্রনিক্সের এমএক্স ব্যবসার সভাপতি ও প্রধান টিএম রোহ ব্যাখ্যা করেছেন যে, সুবিধা থাকা সত্ত্বেও, কেন কোম্পানি তাদের ২০২৩-এর ফ্ল্যাগশিপগুলিতে এই বৈশিষ্ট্যটি যুক্ত করেনি। তিনি বলেছেন যে, যখন সঠিক সময়, পরিকাঠামো, এবং প্রযুক্তি তৈরি থাকবে, তখন অবশ্যই স্যামসাং গ্যালাক্সি-এর জন্য কোম্পানি সক্রিয়ভাবে এই বৈশিষ্ট্যটি গ্রহণ করার বিষয়েও বিবেচনা করবে।

প্রসঙ্গত, চিপসেট নির্মাতা কোয়ালকম সম্প্রতি প্রকাশ করেছে যে, স্ন্যাপড্রাগন ৮ জেন ২-চালিত প্রিমিয়াম ফোনগুলি স্যাটেলাইট সিস্টেমের সাথে যোগাযোগ করতে সক্ষম হবে যাতে ব্যবহারকারীরা নেটওয়ার্ক ছাড়াই জরুরী পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারবেন৷ প্রসেসর নির্মাতা ফোনগুলিকে স্যাটেলাইটের মাধ্যমে আবহাওয়া-স্থিতিস্থাপক এল-ব্যান্ড স্পেকট্রামে অ্যাক্সেস দেওয়ার জন্য গ্লোবাল স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি ইরিডিয়াম (Iridium)-এর সাথে হাত মিলিয়েছে ।

তবে, এই বৈশিষ্ট্যটির অভাব খুব বেশি পার্থক্য তৈরি করবে না, কারণ কোয়ালকম ঘোষণা করেছে যে, স্ন্যাপড্রাগন স্যাটেলাইট ফিচারটি বর্তমানে নির্বাচিত কিছু অঞ্চলে চালু করা হচ্ছে এবং এটি ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে উপলব্ধ হবে। অর্থাৎ, সমস্ত ব্যবহারকারীরা এটি থেকে উপকৃত হতে সক্ষম হবেন না। Samsung Galaxy S23 সিরিজ ভবিষ্যতে এই ফিচারটিতে অ্যাক্সেস পাবে কিনা, সে সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

এছাড়াও, টিএম রোহ উল্লেখ করেছেন যে স্যামসাং উন্নত সুরক্ষা, আরও ভাল সেন্সর এবং একটি বিস্তৃত ৫জি কভারেজের মতো অন্যান্য দিকগুলিতে ব্যবহারকারীদের আরও ভাল অভিজ্ঞতা দেওয়ার দিকে মনোনিবেশ করছে। ভারতে, Samsung Galaxy S23 সিরিজের প্রারম্ভিক মূল্য ৭৪,৯৯৯ টাকা। এটি নতুন আইফোনের তুলনায় বেশ বেশি। iPhone 14 ফ্লিপকার্ট (Flipkart)-এ বর্তমানে ৭২,৯৯৯ টাকায় তালিকাভুক্ত রয়েছে। যদিও, iPhone 14-এর আসল রিটেইল ভ্যালু অনেক বেশি, তাই স্যামসাং সেই দামের ব্যবধান বজায় রাখার চেষ্টা করেছে। iPhone 14 মূলত ভারতে ৭৯,৯০০ টাকার প্রারম্ভিক মূল্যের সাথে ঘোষণা করা হয়েছিল। আরেক ফ্ল্যাগশিপ, OnePlus 11 5G-ও কয়েকদিনের মধ্যে লঞ্চ করা হবে, তবে ভারতে এর দাম ৬০,০০০ টাকার নীচে হবে বলে জানা গেছে।

Tags:    

Similar News