অবিশ্বাস্য লাগলেও সত্যি! রাতারাতি 30,000 টাকা দাম কমল Samsung-এই দুর্ধর্ষ ফোনের
শুরু হল ‘স্যামসাং ডেজ সেল’। এই সেলে একাধিক স্যামসাং গ্যালাক্সি ফোনের ওপর রয়েছে আকষর্ণীয় ছাড় ও ডিল। স্যামসাং গ্যালাক্সি এস২৩ স্যামসাং ডেজ সেলে পাওয়া যাচ্ছে ৩০,০০০ টাকা কমে।
স্যামসাং নিজস্ব ওয়েবসাইট এবং অ্যামাজন ইন্ডিয়া ও ফ্লিপকার্টের মতো শীর্ষস্থানীয় অনলাইন রিটেইল প্ল্যাটফর্মে ‘স্যামসাং ডেজ সেল’ নামে একটি সেল শুরু করেছে, যেখানে তারা বিভিন্ন স্মার্টফোন মডেলের ওপর আকষর্ণীয় ছাড় দিচ্ছে। গতবছর ৭৪,৯৯৯ টাকা মূল্যে স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফোনটি লঞ্চ হয়েছিল। ফ্লিপকার্টে বর্তমানে ৪৪,৯৯৯ টাকায় এই ফ্ল্যাগশিপ ফোনটি ভারতীয় ক্রেতাদের অফার করা হচ্ছে। আসুন এসর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
স্যামসাং গ্যালাক্সি এস২৩ স্যামসাং ডেজ সেলে পাওয়া যাচ্ছে ৩০,০০০ টাকা কম মূল্যে
স্যামসাং গ্যালাক্সি এস২৩ (৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ) সাধারণত প্রায় ৫০,০০০ টাকায় পাওয়া যায়। তবে এটি বর্তমানে স্যামসাংয়ের অফিসিয়াল অনলাইন স্টোরে এটি ৪৬,৯৯৯ টাকায় অফার করা হচ্ছে। দাম কমানোর পাশাপাশি, এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য ইএমআই এবং সম্পূর্ণ পেমেন্ট - উভয় ক্ষেত্রেই ২,০০০ টাকার অতিরিক্ত ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যায়। এই অফারগুলি মিলে স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফোনের কার্যকরী দাম ৪৪,৯৯৯ টাকায় নেমে এসেছে।
ক্রেতারা ফ্লিপকার্টে অনুরূপ একটি অফার পেতে পেতে পারেন, যার মধ্যে অতিরিক্ত সুবিধা রয়েছে যেমন - ১২ মাসের জন্য স্পটিফাই প্রিমিয়ামের জন্য ৬৯৯ টাকা ছাড়ের একটি কুপন। তবে, ডিসকাউন্টটি শুধুমাত্র চেকআউটের সময় দৃশ্যমান হবে এবং চেকআউট প্রক্রিয়ার সময় ক্রেতাকে তার কার্ট থেকে অ্যাড-অনগুলি সরিয়ে ফেলতে হবে। স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফোনের ২৫৬ জিবি মডেলটি বর্তমানে স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট উভয় প্ল্যাটফর্মেই ৪৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফোনের স্পেসিফিকেশন
গতবছর লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফোনে ৬.১ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এটি গরিলা গ্লাস ভিকটাস ২ দ্বারা সুরক্ষিত। স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরটি রয়েছে, যা ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৪.০ পর্যন্ত স্টোরেজ (১২৮ জিবি ইউএফএস ৩.১) যুক্ত।
পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটি ৩,৯০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ২৫ ওয়াট ওয়্যার্ড এবং ১০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। স্মার্টফোনটিতে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ১০ মেগাপিক্সেলের মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। এছাড়াও, স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফোনে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ধুলো ও জল প্রতিরোধের জন্য একটি আইপি৬৮ রেটিং রয়েছে।