13000 টাকা সস্তা হল Samsung -র এই ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন
আপনিও যদি ফ্ল্যাগশিপ ফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনার জন্য সুখবর রয়েছে। চলতি বছরের জনপ্রিয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন Samsung Galaxy S23 Ultra 5G বর্তমানে ১৩ হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, Samsung Galaxy S23 Ultra 5G এর সাথে প্রতিযোগিতা চলে iPhone 14 Pro Max এর। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটির এই ফোনে কাস্টমাইজড স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ভারতে Samsung Galaxy S23 Ultra 5G এর দাম
স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ৫জি ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি স্যামসাংয়ের সাইটে এবং অ্যামাজনে ১,২৪,৯৯০ টাকায় তালিকাভুক্ত রয়েছে, তবে এটি ফ্লিপকার্টে এটি এখন ১,১১,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। আবার আপনি যদি এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন, তবে অতিরিক্ত ৩,০০০ টাকা ছাড় মিলবে।
Samsung Galaxy S23 Ultra 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ৫জি ফোনে আছে ৬.৮ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লে ১৭৫০ নিট ব্রাইটনেস, এইচডিআর১০ প্লাস, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। আর এর সুরক্ষার জন্য গরিলা গ্লাস ভিকটাস ২ ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫.১ কাস্টম স্কিনে চলে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ কাস্টম প্রসেসর দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy S23 Ultra 5G ফোনে চারটি রিয়ার ক্যামেরা বর্তমান। যার প্রাইমারি ক্যামেরা ২০০ মেগাপিক্সেল আইএসওসেল এইচপি ২ সেন্সর, দ্বিতীয় লেন্সটি ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর এবং অন্য দুটি লেন্স ১০-১০ মেগাপিক্সেল, যার মধ্যে একটি টেলিফটো লেন্স। রিয়ার ক্যামেরার সঙ্গে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) এবং ভিডিআইএস সাপোর্ট করবে। এই ক্যামেরার সাথে রয়েছে ১০০এক্স স্পেস জুম।
এই ক্যামেরা অ্যাস্ট্রো মোডও অফার করবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের Samsung Galaxy S23 Ultra 5G ফোনে রয়েছে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৫ ওয়াট ওয়্যার চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করবে।