অল-রাউন্ডার ফোন, কিন্তু এক জায়গায় মার খেয়ে গেল, Samsung Galaxy S23 Ultra-র ক্যামেরা রিভিউ পড়ুন

Update: 2023-02-23 12:58 GMT

স্যামসাং এ মাসেই বিশ্ব বাজারে Galaxy S23, Galaxy S23+ এবং Galaxy S23 Ultra মডেলের তিনটি ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করেছে। যার মধ্যে টপ-অফ-দ্য-লাইন 'Ultra' মডেলটি একটি অসামান্য ক্যামেরা সিস্টেমের সাথে এসেছে। তবে, ক্যামেরা এবং অডিও মানের মূল্যায়নের জন্য অন্যতম বিশ্বস্ত সাইট ডিএক্সওমার্ক (DxOMark)-এর পর্যালোচনা অনুসারে, S23 Ultra প্রত্যাশা অনুযায়ী ততটাও ভালো ফল করতে পারেনি এবং সেরা স্মার্টফোন ক্যামেরার তালিকায় দশম স্থানে জায়গা পেয়েছে। তালিকায় হুয়াওয়ে (Huawei), গুগল (Google), অনর (Honor), অ্যাপল (Apple) এবং শাওমি (Xiaomi)-এর থেকেও পিছিয়ে এটি। আসুন তাহলে ডিএক্সওমার্ক-এর ক্যামেরা র‍্যাংকিংয়ের তালিকা থেকে Samsung Galaxy S23 Ultra সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Samsung Galaxy S23 Ultra-এর ক্যামেরা কম আলোয় ভালো ফলাফল করতে ব্যর্থ

গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ডিএক্সওমার্ক (DxOMark)-এর সেরা ক্যামেরা ফোনের তালিকায় দশম স্থানটি অধিকার করেছে, যা স্যামসাংয়ের সবচেয়ে প্রিমিয়াম ফোনের থেকে প্রত্যাশিত ছিল না। তা সত্ত্বেও, এর ক্যামেরা সিস্টেমের বেশ কিছু ভালো দিকও রয়েছে, যা ভুলে গেলে চলবে না। গ্যালাক্সি এস২৩ আল্ট্রা-এর ক্যামেরাগুলি সমস্ত দিক বিবেচনা করে ধারাবাহিকভাবে পারফর্ম করে এবং ডিএক্সওমার্ক-এর মতে এটি একটি দুর্দান্ত অল-রাউন্ড ক্যামেরা ফোন। সমালোচকরা এর ফটো রেন্ডারিং, ফটো এবং ভিডিও রেকর্ডিংয়ে ভাল অটোফোকাস এবং দীর্ঘ রেঞ্জের শক্তিশালী টেলিফোটো ক্ষমতার প্রশংসা করেছেন।

তবে, স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা-এর ক্যামেরা সিস্টেম লো-লাইট ফটোগ্রাফির ক্ষেত্রে কিছুটা পিছিয়ে রয়েছে, কম আলোতে এটি ছবির ডিটেলস এবং শাটার ল্যাগ হারায়। এছাড়া, ব্যাকলিট দৃশ্যে এই ফোনের ক্যামেরা সিস্টেমটি ফোকাস এবং এক্সপোজারের সাথে স্থিতিশীল নয়। আর স্বাভাবিকভাবে এই সমস্যাগুলি ফোনের সামগ্রিক ক্যামেরা অভিজ্ঞতাকে প্রভাবিত করতে পারে।

জানিয়ে রাখি, ডিএক্সওমার্ক-এর র‍্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, Galaxy S23 Ultra-এর সাথে দশম স্থানে Google Pixel 7 এবং Vivo X90 Pro+-ও অবস্থান করছে। প্রতিটি ফোন তাদের রিয়ার ক্যামেরার জন্য ১৪০ পয়েন্ট স্কোর করেছে। এদিকে, S23 Ultra-এর সেলফি ক্যামেরাটি Asus ZenFone 7 Pro-এর সাথে ১৩৭ পয়েন্ট স্কোর করেছে এবং উভয় ফোনই এই বিভাগে দশম স্থানে রয়েছে।

অন্যদিকে, ডিএক্সওমার্ক-এর র‍্যাঙ্কিংয়ে Galaxy S23 Ultra-এর থেকে বেশি স্কোর করা ফোনগুলির মধ্যে রয়েছে Huawei Mate 50 Pro, Google Pixel 7 Pro, Honor Magic4 Ultimate, iPhone 14 Pro এবং Pro Max, Huawei P50 Pro, iPhone 13 Pro, iPhone 13 Pro Max এবং Xiaomi Mi 11 Ultra।

প্রসঙ্গত, Galaxy S23 Ultra-এর ক্যামেরা সিস্টেমটি তার প্রতিযোগীদের মধ্যে সেরা না হলেও, সামগ্রিকভাবে এর বেশ কিছু ইতিবাচক দিক রয়েছে যা এটিকে একটি উৎকৃষ্ট মানের ক্যামেরা ফোন হিসাবে উপস্থাপিত করে। স্যামসাংয়ের লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোনটি হার্ডওয়্যার থেকে শুরু করে সফ্টওয়্যার পর্যন্ত একটি দুর্দান্ত সামগ্রিক অভিজ্ঞতা প্রদান করে, যা দক্ষিণ কোরিয়ার কোম্পানিটির থেকে থেকে প্রত্যাশিত।

Tags:    

Similar News