Samsung Galaxy S23 vs Apple iPhone 14: স্যামসাং নাকি আইফোন, ফিচার ও দামে কে কাকে টেক্কা দিল দেখুন
গত ১লা ফেরুয়ারি অনুষ্ঠিত ‘Galaxy Unpacked 2023’ ইভেন্টে Samsung তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ সিরিজ Galaxy S23 -এর উপর থেকে পর্দা সরিয়েছে। এক্ষেত্রে উক্ত মেগা লঞ্চ ইভেন্টটি চলাকালীন মোট তিনটি মডেল আত্মপ্রকাশ করে – Samsung Galaxy S23, Galaxy S23+, Galaxy S23 Ultra। Samsung আনীত প্রত্যেকটি প্রিমিয়াম ডিভাইস একাধিক অ্যাডভান্স ফিচার এবং পূর্বসূরির তুলনায় উল্লেখযোগ্য আপগ্রেডের সাথে এসেছে। যার দরুন এই সিরিজের তুলনা সরাসরি আমেরিকা ভিত্তিক টেক ব্র্যান্ড Apple বিকশিত iPhone 14 লাইনআপের সাথে করা হচ্ছে। এছাড়া জানিয়ে রাখি ভারতের বাজারে উভয় সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ Galaxy S23 এবং iPhone 14 -এর প্রারম্ভিক মূল্য প্রায় এক সমান রাখা হয়েছে। ফিচারের কথা বললে, অ্যান্ড্রয়েড মডেলটি প্রতিযোগিতায় কিছুটা এগিয়ে আছে। যদিও কয়েকটি বিভাগে আইফোনটি এমন কিছু 'ইউনিক' ফিচার অফার করছে, যা S23-সিরিজের নয়া হ্যান্ডসেটে অনুপস্থিত। ফলে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে, প্রায় একই দামে নতুন Samsung Galaxy S23 নাকি ২০২২ সালে আগত Apple iPhone 14 কোনটি কেনা অধিক লাভজনক হবে? তাই আপনাদের সুবিধার্থে আজ আমরা উল্লেখিত দুটি মডেলের মধ্যে দাম ও ফিচারগত পার্থক্য সম্পর্কে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি।
Samsung Galaxy S23 vs Apple iPhone 14 : ডিসপ্লে, সেন্সর
স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফোনে আছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ প্রোটেকশন সহ ৬.১-ইঞ্চি ফুল এইচডি প্লাস ডায়নামিক AMOLED ২এক্স ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। যদিও এই রিফ্রেশ রেট ৪৮ হার্টজ পর্যন্ত কমানো যাবে। আবার গেম মোডে ডিভাইসের টাচ স্যাম্পলিং রেট থাকবে ২৪০ হার্টজ। এছাড়া এই ডিসপ্লে - ১৭৫০ নিট পিক ব্রাইটনেস, ৪২২ পিপিআই পিক্সেল ডেনসিটি, ৮৮.১% স্ক্রিন-টু-বডি রেশিও এবং HDR10+ টেকনোলজি সাপোর্ট করে। নিরাপত্তার জন্য এতে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।
ফ্লাট-এজ অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে আসা আইফোন ১৪ মডেলের সামনে নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়েছে সিরামিক শিল্ড। ফোনটি ৬.১-ইঞ্চির (২,৫৩২×১,১৭০ পিক্সেল) সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে সহ এসেছে, যা ১২০০ নিট পিক ব্রাইটনেস, ট্রু টোন, HDR, P3 ওয়াইড কালার গ্যামেট এবং ডলবি ভিশন সাপোর্ট করে। তদুপরি, বায়োমেট্রিক সিকিউরিটি অপশন হিসেবে এতে ফেস আইডি উপলব্ধ।
Samsung Galaxy S23 vs Apple iPhone 14 : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র্যাম, স্টোরেজ
উন্নত পারফরম্যান্স প্রদানের জন্য স্যামসাং গ্যালাক্সি এস২৩ স্মার্টফোনে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দেওয়া হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ানইউআই ৫.১ (OnUI 5.1) কাস্টম স্কিন পাওয়া যাবে। এতে ৮ জিবি র্যাম ও সর্বাধিক ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ উপলব্ধ।
পারফরম্যান্সের জন্য আইফোন ১৪ মডেলে ব্যবহার করা হয়েছে সংস্থার নিজেস্ব তথা পুরোনো এ১৫ বায়োনিক প্রসেসর। এটি লেটেস্ট আইওএস ১৬ অপারেটিং সিস্টেমে রান করে। উক্ত অ্যাপল ডিভাইস ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।
Samsung Galaxy S23 vs Apple iPhone 14 : ক্যামেরা সেটআপ
ফটোগ্রাফির জন্য নয়া Samsung Galaxy S23 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৩এক্স অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। এই রিয়ার ক্যামেরা-ত্রয়ী ৩০fps রেটে ৮কে ভিডিও রেকর্ড করতে সক্ষম। অন্যদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এফ/২.২ অ্যাপারচার ও ৮০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে।
ক্যামেরা ফ্রন্টের কথা বললে, Apple iPhone 14 ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে। এগুলি হল – এফ/১.৭ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর। এই রিয়ার ক্যামেরা সেটআপ নতুন স্টেবিলাইজেশন ফিচার, ডিপ ফিউশন ও অ্যাকশান মোড সাপোর্ট করে। LED ফ্ল্যাশ লাইটটি ক্যামেরা মডিউলের ভিতরে স্থাপন করা হয়েছে। তদুপরি, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে এফ/১.৯ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে।
Samsung Galaxy S23 vs Apple iPhone 14 : ব্যাটারি, চার্জিং ক্যাপাসিটি
পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফোনে ৩,৯০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ২৫ ওয়াট ওয়্যার্ড ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। প্রসঙ্গত এই ফোনে ওয়্যারলেস পাওয়ারশেয়ার (Wireless PowerShare) ফিচার উপস্থিত, যা অন্যান্য ফোনকেও চার্জ করতে সাহায্য করবে।
ব্যাটারি ক্যাপাসিটির ক্ষেত্রে আইফোন ১৪ মডেলে ৩,২৭৯ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ২০ ওয়াট ফাস্ট চার্জিং, ১৫ ওয়াট ম্যাগসেফ (MagSafe) চার্জিং এবং ৭.৫ ওয়াট কিউআই (Qi) ওয়্যারলেস চার্জিং সমর্থন করে। এছাড়া সংস্থার দাবি অনুসারে, এই ব্যাটারি মাত্র ৩০ মিনিটের চার্জে ডিভাইসকে ৫০% পর্যন্ত চার্জ করতে সক্ষম।
Samsung Galaxy S23 vs Apple iPhone 14 : পরিমাপ, আইপি রেটিং
স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফোনের পরিমাপ ১৪৬.৩x৭০.৯x৭.৬ মিমি এবং ওজন ১৬৮ গ্রাম। আর জল ও ধুলো প্রতিরোধের জন্য এটি IP68 রেটিং প্রাপ্ত।
আইফোন ১৪ সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলের পরিমাপ ১৪৬.৭x৭১.৫x৭.৮ মিমি এবং ওজন ১৭২ গ্রাম। এটিও IP68 সার্টিফাইড, ফলে জল ও ধুলো লাগা সত্ত্বেও ডিভাইসটির কোনো ক্ষতি হবে না।
Samsung Galaxy S23 vs Apple iPhone 14 : দাম
ভারতের বাজারে Samsung Galaxy S23 ফোনকে দুটি স্টোরেজ কনফিগারেশনে নিয়ে আসা হয়েছে। যার মধ্যে ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৭৪,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পের দাম থাকছে ৭৯,৯৯৯ টাকা। এটিকে – ফ্যান্টম ব্ল্যাক, ক্রিম, সবুজ এবং ল্যাভেন্ডার কালারে পাওয়া যাবে।
ভারতে Apple iPhone 14 মডেলের প্রারম্ভিক মূল্য ৭৯,৯০০ টাকা রাখা হয়েছে। এই দাম ফোনটির ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের। আর, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ বিকল্পের দাম যথাক্রমে ৮৯,৯০০ টাকা এবং ১,০৯,৯০০ টাকা নির্ধারিত হয়েছে। এটি পাঁচটি কালার অপশনে এসেছে, যথা – মিডনাইট, ব্লু, স্টারলাইট, পার্পেল এবং রেড।