তড়িঘড়ি আসছে Samsung Galaxy S24 সিরিজ, 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ থাকবে এই স্পেসিফিকেশন
চলাকালীন নতুন Galaxy S সিরিজের ঘোষণা করে থাকে। অন্তত এই বছর পর্যন্ত এমনটাই হয়েছে। কিন্তু আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে সংস্থাটি তাদের এই জনপ্রিয় ফ্ল্যাগশিপ লাইনআপের আগমনের সময় পরিবর্তন করতে পারে। কেননা খবর পাওয়া যাচ্ছে, টেক জায়ান্টটি ২০২৪ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আসন্ন Galaxy S24 স্মার্টফোন সিরিজ লঞ্চ করার পরিকল্পনা করছে। দক্ষিণ কোরিয়ার SBS Biz নামক একটি প্রকাশনা সংস্থা এই দাবি করেছে। একই সাথে, পরবর্তী 'Galaxy Unpacked' ইভেন্ট কবে নাগাদ এবং কোথায় অনুষ্ঠিত হতে চলেছে সেই তথ্যও প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে।
প্রত্যাশিত সময়ের আগেই লঞ্চ হতে চলেছে Samsung Galaxy S24 সিরিজ
SBS Biz -এর একটি লেটেস্ট রিপোর্ট অনুসারে, স্যামসাং তাদের আপকামিং 'গ্যালাক্সি আনপ্যাকড' ইভেন্টের দিনক্ষণ ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে। শুধু তাই নয়, সংস্থাটি এই ইভেন্টের ব্যবস্থাপনার কাজও শুরু করে দিয়েছে। জানা যাচ্ছে, আগামী ২০২৪ সালের ১৭ই জানুয়ারী মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে 'গ্যালাক্সি আনপ্যাকড' ইভেন্ট আয়োজিত হবে। আর এই ইভেন্টেই আসন্ন স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফ্ল্যাগশিপ সিরিজ আত্মপ্রকাশ করবে।
জানিয়ে রাখি, গ্যালাক্সি এস২৩ এবং গ্যালাক্সি এস২২ উভয় সিরিজই ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল। আর ফেব্রুয়ারি মাসের শেষে এগুলিকে বিক্রির জন্য উপলব্ধ করা হয়। কিন্তু সদ্য প্রকাশ্যে আসা রিপোর্টের দাবি সত্যি হলে, আগামী বছর পূর্বসূরি এবং উত্তরসূরির লঞ্চ টাইমলাইনের মধ্যে পার্থক্য নজরে পড়বে। এক্ষেত্রে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের শিপমেন্ট জানুয়ারি মাসের শেষভাগে শুরু হতে পারে।
স্যামসাং হঠাৎ তাদের এই আপকামিং ফ্ল্যাগশিপ সিরিজের লঞ্চের সময় পরিবর্তন করার সিদ্ধান্ত কেন নিলো? এর ব্যাখ্যাও দেওয়া হয়েছে রিপোর্টে। মূলত, মন্থর সেমিকন্ডাক্টর ব্যবসার কারণে ২০২৩ সালের তৃতীয় কোয়ার্টারে প্রায় ৮০% ক্ষতির সম্মুখীন হয়েছে স্যামসাং। যেকারণে স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজকে আগেভাগে লঞ্চ করার পদক্ষেপ নিয়েছে সংস্থাটি। যাতে সেমিকন্ডাক্টর ব্যবসায় হওয়া লোকসান এই সিরিজটি পুষিয়ে দেয়।
প্রসঙ্গত রিপোর্টে আরো উল্লেখ আছে যে, দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্টটি ভারত ও গ্লোবাল মার্কেটের পর এবার তাদের হোম-মার্কেটেও Samsung Galaxy S23 FE ফোন লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে। জানিয়ে রাখি, ২০২০ সালের পর থেকে স্যামসাং দক্ষিণ কোরিয়ায় FE-সিরিজের হ্যান্ডসেট নিয়ে আসা বন্ধ করে দিয়েছিল। মনে হচ্ছে যে কারণে Samsung Galaxy S24 সিরিজ আগেভাগে লঞ্চের মুখ দেখবে, সেই কারণেই হয়তো উক্ত FE মডেলকে ঘোষণা করা হবে দক্ষিণ কোরিয়ায়।
চলুন এবার আসন্ন Samsung Galaxy S24-সিরিজের ডিভাইসগুলি কিরকম ফিচারের সাথে আসতে পারে তা দেখে নেওয়া যাক…
Samsung Galaxy S24, Galaxy S24+ এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
- ডিসপ্লে : ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ডায়নামিক AMOLED 2x LTPO টাচ-প্যানেল,
- প্রসেসর : কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট সহ অ্যাড্রেন ৭৪০ জিপিইউ। যদিও নির্বাচিত কয়েকটি আঞ্চলিক বাজারে এক্সিনস ২৪০০ প্রসেসর থাকবে,
- স্টোরেজ : ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ,
- সফ্টওয়্যার : অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক লেটেস্ট ওয়ান ইউআই ৬ কাস্টম স্কিন,
- রিয়ার ক্যামেরা ইউনিট : ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ৩এক্স অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো শুটার,
- সেলফি ক্যামেরা : ১২ মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর।
- ব্যাটারি : ৪,৭০০ এমএএইচ (স্ট্যান্ডার্ড) এবং ৪,৯০০ এমএএইচ (প্লাস) ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট ওয়্যারড চার্জিং ও ওয়্যারলেস চার্জিং সমর্থন করবে,
- অন্যান্য বিশেষত্ব : জল ও ধুলো প্রতিরোধের জন্য IP68 রেটিং এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
Samsung Galaxy S24 Ultra এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
- ডিসপ্লে : ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডায়নামিক AMOLED 2x LTPO ডিসপ্লে প্যানেল,
- প্রসেসর : কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর এবং অ্যাড্রেন ৭৪০ জিপিইউ,
- স্টোরেজ : ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১ টেরাবাইট স্টোরেজ,
- সফ্টওয়্যার : অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক লেটেস্ট ওয়ান ইউআই ৬ কাস্টম রম,
- রিয়ার ক্যামেরা সেটআপ : ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ৫এক্স অপটিক্যাল জুম যুক্ত ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স + ৩এক্স অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স,
- সেলফি ক্যামেরা : ১২ মেগাপিক্সেল ফ্রন্ট শুটার,
- ব্যাটারি: ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ৪৫ ওয়াট ওয়্যারড চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং সমর্থন করে,
- অন্যান্য বিশেষত্ব : টাইটানিয়াম ফ্রেম বডি, IP68 রেটিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।