Samsung Galaxy S24 সিরিজ আজ লঞ্চ হচ্ছে, অর্ডার করলে পাবেন একাধিক সুবিধা, চটপট দেখে নিন

By :  SUMAN
Update: 2024-01-16 19:32 GMT

আজ অর্থাৎ ১৭ই জানুয়ারী অনুষ্ঠিত হতে চলা 'Galaxy Unpacked' ইভেন্টে Samsung তাদের বহুল প্রতীক্ষিত আপকামিং স্মার্টফোন সিরিজ Galaxy S24 -এর উপর থেকে পর্দা সরাতে চলেছে। তবে লঞ্চ ইভেন্টটি লাইভ হওয়ার আগেই এই লাইনআপের সম্ভাব্য প্রি-অর্ডার ডিল সম্পর্কিত তথ্য অনলাইনে ফাঁস হল। স্যামসাংয়ের অস্ট্রিয়া শাখার ওয়েবসাইটের মাধ্যমে তথ্যগুলি প্রকাশ্যে এসেছে। জানা গেছে, আগাম Samsung Galaxy S24 সিরিজের ডিভাইস অর্ডারকারীরা - স্টোরেজ আপগ্রেড থেকে শুরু করে অতিরিক্ত ট্রেড-ইন বোনাস, এমনকি অনলাইন-এক্সক্লুসিভ কালার ভ্যারিয়েন্টের চয়নের সুবিধা পাবেন।

সদ্য প্রকাশ্যে আসা রিপোর্ট অনুসারে, অস্ট্রিয়া সহ অন্যান্য ইউরোপীয় অঞ্চলের গ্যালাক্সি এস২৪ সিরিজে ক্রেতারা বিনামূল্যে স্টোরেজ আপগ্রেড করতে পারবেন। আরো সহজ করে বললে, যদি কেউ ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেল চয়ন করেন তবে উক্ত ভ্যারিয়েন্টের সম-মূল্যে ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণ অফার করা হবে। যদিও স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা (Samsung Galaxy S24 Ultra) ফোনের জন্য ১ টেরাবাইট স্টোরেজ আপগ্রেড করার সুবিধা মাত্র ২,০০০ জন ক্রেতাদের মধ্যেই সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে আগেই বলেছি, স্যামসাং তাদের আসন্ন ফ্ল্যাগশিপ সিরিজের সাথে ট্রেড-ইন বোনাসে সুবিধাও দেবে। এক্ষেত্রে, প্রি-অর্ডার পিরিয়ড চলাকালীন অর্থাৎ ১৭ই জানুয়ারি থেকে ৩০শে জানুয়ারী মধ্যে যেসকল ক্রেতারা তাদের পুরানো মোবাইল ট্রেড করে আসন্ন ফ্ল্যাগশিপ মডেলগুলির একটি কিনবেন তাদের স্ট্যান্ডার্ড ট্রেড-ইন ভ্যালুর উপর অতিরিক্তভাবে আরো ১০০ ইউরো (ভারতীয় মূল্যে প্রায় ৯,০০০ টাকা) এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে।

এছাড়া স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের জন্য কয়েকটি অনলাইন-এক্সক্লুসিভ কালার বিকল্পও চালু করা হবে। পূর্বে প্রকাশিত কয়েকটি রিপোর্ট অনুসারে, সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ গ্যালাক্সি এস২৪ (Galaxy S24) এবং উচ্চতর গ্যালাক্সি এস২৪ প্লাস (Galaxy S24 Plus) - অনিক্স ব্ল্যাক, মার্বেল গ্রে, কোবাল্ট ভায়োলেট এবং অ্যাম্বার ইয়ালো কালার অপশনে আসবে। আবার টপ-এন্ড গ্যালাক্সি এস২৪ আল্ট্রা (Galaxy S24 Ultra) পাওয়া যাবে - টাইটানিয়াম ব্ল্যাক, টাইটানিয়াম ভায়োলেট, টাইটানিয়াম ইয়েলো এবং টাইটানিয়াম গ্রে কালার ভ্যারিয়েন্টের সাথে৷ এক্ষেত্রে সংস্থার অস্ট্রিয়া শাখার ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে যে, গ্যালাক্সি এস২৪ এবং গ্যালাক্সি এস২৪ প্লাস মডেল দুটি প্রি-অর্ডার চলাকালীন জেড গ্রিন, স্যাফায়ার ব্লু এবং স্যান্ডস্টোন অরেঞ্জ - এই তিনটি অতিরিক্ত কালার বিকল্পের সাথে কেনা যাবে। আবার গ্যালাক্সি এস২৪ আল্ট্রার জন্য - টাইটানিয়াম গ্রিন, টাইটানিয়াম ব্লু এবং টাইটানিয়াম অরেঞ্জ এক্সক্লুসিভ অনলাইন কালার অপশন হিসাবে উপলব্ধ করা হবে।

Samsung Galaxy S24 স্মার্টফোন সিরিজ অন্তর্গত হ্যান্ডসেট গুলির ফিচার সম্পর্কিত খুব সীমিত তথ্য আমাদের কাছে আছে। জানা গেছে, তিনটি স্মার্টফোনেই ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডায়নামিক AMOLED 2X টাচ-স্ক্রিন থাকবে, যা কর্নিং গরিলা গ্লাস ভিকাটস দ্বারা সুরক্ষিত গ্লাস-স্যান্ডউইচ বিল্ড সহ আসবে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য Galaxy S24 Plus এবং Galaxy S24 ফোনে সংস্থার নিজস্ব এক্সিনস ২৪০০ প্রসেসর ব্যবহার করা হতে পার। যদিও আমেরিকা এবং কানাডার বাজারে উক্ত ডিভাইস দুটি কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট সহ লঞ্চ হবে। অন্যদিকে Samsung Galaxy S24 Ultra মডেলটি প্রত্যেকটি বাজারেই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরের সাথে অফার করা হবে।

Tags:    

Similar News