ক্যামেরায় বড় পরিবর্তন নিয়ে আসছে Samsung Galaxy S24 Ultra, 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ থাকবে এই ফিচার
Samsung তাদের Galaxy S24 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই লাইনআপের অধীনে Samsung Galaxy S24, Samsung Galaxy S24+ এবং Samsung Galaxy S24 Ultra মডেলগুলি লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। কিছু সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গেছে যে, এই ডিভাইস তিনটি আগামী বছরের জানুয়ারিতে উন্মোচন করা হতে পারে। তবে অফিসিয়াল লঞ্চের আগে, Samsung Galaxy S24 সিরিজ সম্পর্কে অনেক তথ্যই অনলাইনে ফাঁস হয়েছে। আর এখন এক টিপস্টার টপ-এন্ড Samsung Galaxy S24 Ultra-এর ক্যামেরা স্পেসিফিকেশন প্রকাশ করেছেন। জানা যাচ্ছে যে, ফোনটির জুম ক্ষমতা ১০x জুম থেকে কমিয়ে ৫x অপটিক্যাল জুম করা হবে। তবে, অপটিক্যাল জুম ক্ষমতা হ্রাস পাওয়া সত্ত্বেও, স্মার্টফোনটি তার পূর্বসূরির মতো ১০০x ডিজিট্যাল জুম সাপোর্ট বজায় রাখবে।
ফাঁস হল Samsung Galaxy S24 Ultra-এর ক্যামেরা স্পেসিফিকেশন
টিপস্টার আরজিক্লাউডএস তার একটি এক্স (সাবেক টুইটার) পোস্টে দাবি করেছেন যে, আসন্ন স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা-এ ১/১.৩ ইঞ্চি সাইজের ২০০ মেগাপিক্সেলের স্যামসাং আইএসওসেল এইচপি২এসএক্স প্রাইমারি সেন্সর সহ কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকতে পারে। এছাড়াও, এতে ১/২.৫৫ সাইজের একটি ১২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৫৬৪ আল্ট্রা-ওয়াইড সেকেন্ডারি সেন্সর, ৩x অপটিক্যাল জুম সহ একটি ১০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৫৪প্লাস টেলিফোটো ক্যামেরা এবং ৫x অপটিক্যাল জুম সাপোর্ট সহ একটি ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। এছাড়াও, স্মার্টফোনটি ৫x অপটিক্যাল জুম এবং ১০০x ডিজিট্যাল জুম সাপোর্ট করবে বলে জানা গেছে। তুলনায়, এবছরের গ্যালাক্সি এস২৩ আল্ট্রা মডেলটি ১০x অপটিক্যাল জুম এবং ১০০x পর্যন্ত স্পেস জুম সাপোর্ট করে।
এছাড়াও, বর্তমান প্রজন্মের স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা-এ ২০০ মেগাপিক্সেলের স্যামসাং আইএসওসেল এইচপি২ প্রাইমারি সেন্সর সহ চারটি ক্যামেরা উপস্থিত রয়েছে, যার সাইজ ১/১.৩ ইঞ্চি এবং এটিতে এফ/১.৭ অ্যাপারচার রয়েছে। ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটির কোয়াড ক্যামেরা সেটআপে ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ৩x অপটিক্যাল জুম সহ একটি ১০ মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা এবং ১০x অপটিক্যাল জুম এবং এফ/৪.৯ অ্যাপারচার সহ একটি ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে।
Samsung Galaxy S24 সিরিজে থাকবে LTPO OLED M13 ডিসপ্লে
শোনা যাচ্ছে যে, Galaxy S24, Galaxy S24+ এবং Galaxy S24 Ultra সহ Samsung Galaxy S24 লাইনআপের সবকটি মডেলে এম১৩ উপাদান দ্বারা তৈরি এলটিপিও ওলেড (LTPO OLED) ডিসপ্লে থাকবে। তথ্যটি টিপস্টার রিভেগনাস তার এক্স পোস্টে শেয়ার করেছেন। তিনি আরও জানিয়েছেন যে, স্মার্টফোনের ডিসপ্লেটির পিক ব্রাইটনেস ২৫০০ নিট হবে। এছাড়াও, তিনি আরও উল্লেখ করেছেন যে বেস মডেলের রেজোলিউশন ছাড়া স্মার্টফোনের সমস্ত ডিসপ্লে স্পেসিফিকেশন একই হবে।
Samsung Galaxy S24 Ultra-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)
Samsung Galaxy S24 Ultra-এর মার্কিন সংস্করণ এবং গ্লোবাল ভ্যারিয়েন্টকে ইতিমধ্যেই বেঞ্চমার্কিং সাইট, গিকবেঞ্চ (Geekbench)-এ দেখা গেছে। এর লিস্টিং থেকে জানা গেছে যে, স্মার্টফোনটি Adreno 740 জিপিইউ সহ অঘোষিত Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর দ্বারা চালিত হবে। জানিয়ে রাখি, কোয়ালকম এই বছরের অক্টোবরে হাওয়াইতে তাদের বার্ষিক স্ন্যাপড্রাগন টেক সামিটের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টে কোম্পানিটি তাদের নতুন Snapdragon 8 Gen 3 চিপসেটটি উন্মোচন করবে।
এছাড়াও, Samsung Galaxy S24 Ultra সর্বাধিক ১৬ জিবি র্যাম এবং ২ টিবি পর্যন্ত স্টোরেজ অফার করতে পারে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক স্যামসাংয়ের ওয়ান ইউআই ৬ (OneUI 6) সফ্টওয়্যার স্কিনে রান করবে বলে আশা করা হচ্ছে। আর এর ফ্রন্ট ক্যামেরা সেন্সরটি ১২ মেগাপিক্সেলের হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy S24 Ultra-এ ৪৫ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। Galaxy S24 Ultra-এর অন্যান্য প্রত্যাশিত বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি টাইটানিয়াম ফ্রেম ডিজাইন, আইপি৬৮ জল এবং ধুলো প্রতিরোধী চ্যাসিস এবং একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।