Samsung Galaxy S25 Slim ফোনে থাকবে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আল্ট্রা থিন ডিজাইন

Samsung Galaxy S25 Slim 200 Megapixel Camera - আপকামিং গ্যালাক্সি এস২৫ স্লিম স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। এটি আল্ট্রা মডেলে ব্যবহৃত স্যামসাংয়ের আল্ট্রা লেভেল ক্যামেরা সেন্সর হবে বলেও জানিয়েছেন টিপস্টার।

Update: 2024-11-07 18:15 GMT

অ্যাপলের মতো স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ সিরিজে একটি নতুন ফোন লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে বলে আগেই জানা গিয়েছিল। আগামী বছরে আমরা iPhone 17 Air বা Slim নামে নতুন একটি ফোন দেখতে পারি। তবে স্যামসাং এবছরই বিশেষ এই মডেল বাজারে আনতে চলেছে। এর নাম রাখা হবে Samsung Galaxy S25 Slim। তবে এটি কেবল অসাধারণ ডিজাইন সহ আসবে না, বরং এই স্মার্টফোনের ক্যামেরাও হবে দুর্দান্ত। আজ টিপস্টার আইস ইউনিভার্স বলেছেন, আসন্ন এই ফোনে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।

Samsung Galaxy S25 Slim ফোন লঞ্চ করার উদ্দেশ্যে

পাতলা ও হালকা স্মার্টফোন বাজার আনার শখ স্যামসাংয়ের অনেক দিনের। এর আগেও সংস্থাটি গ্যালাক্সি আলফা লঞ্চ করেছিল, যেটি ছিল মাত্র ৬.৭ মিমি পুরু। এর বিপরীতে গ্যালাক্সি এস৫ বাজারে আসে ৮.১ মিমি পুরু বডি সহ। যদিও গ্যালাক্সি আলফা খুব বেশি জনপ্রিয়তা পাইনি। তবে স্যামসাং চাইছে ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজে এই ধরনের কোনো ডিভাইস অন্তর্ভুক্ত করবে। এরফলে ক্রেতারা একটি সিরিজের মধ্যে, হালকা, কম্প্যাক্ট ও ফ্ল্যাগশিপ ফিচারের ফোন পেয়ে যাবে।

Samsung Galaxy S25 Slim আসবে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার সাথে

ডিজাইন ছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস২৫ স্লিম ফোনের ফিচারেও চমক থাকবে। বিশেষ করে ক্যামেরার ক্ষেত্রে। জনপ্রিয় টিপস্টার আইস ইউনিভার্স চীনের মাইক্রো ব্লগিং সাইট উইবো-তে দাবি করেছেন, আপকামিং গ্যালাক্সি এস২৫ স্লিম স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। এটি আল্ট্রা মডেলে ব্যবহৃত স্যামসাংয়ের আল্ট্রা লেভেল ক্যামেরা সেন্সর হবে বলেও জানিয়েছেন টিপস্টার। যদিও এর অন্য কোনো স্পেসিফিকেশন সম্পর্কে টিপস্টার কিছু বলেনি।

উল্লেখ্য, ইতিমধ্যেই স্যামসাং গ্যালাক্সি এস২৫ স্লিম মডেলকে SM-S937 মডেল নম্বর সহ বিভিন্ন সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেছে। এই সুযোগে জানিয়ে রাখি যে, স্যামসাং গ্যালাক্সি গ্যালাক্সি এস২৫, স্যামসাং গ্যালাক্সি এস২৫ প্লাস ও স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা ফোনের মডেল নম্বর যথাক্রমে SM-S931, SM-S936 ও SM-S938। যাইহোক সার্টিফিকেশন সাইটগুলি থেকে এখনও স্যামসাং গ্যালাক্সি এস২৫ স্লিম এর কোনো ফিচার সামনে আসেনি। তবে আশা করা যায় শীঘ্রই এর বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আমাদের কাছে চলে আসবে। ফোনটি সম্পর্কে নতুন নতুন আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।

Tags:    

Similar News