26 জুলাই লঞ্চ ইভেন্ট, নতুন স্মার্টফোন ছাড়াও গুচ্ছের চমক নিয়ে অপেক্ষায় Samsung

Update: 2023-07-06 13:26 GMT

স্যামসাং (Samsung) সম্প্রতি নিশ্চিত করেছে যে, তারা এ বছরের পরবর্তী গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked 2023) ইভেন্টটি তাদের হোম মার্কেট দক্ষিণ কোরিয়ায় আয়োজন করবে। এই ইভেন্টে স্যামসাং তাদের বেশ কিছু নতুন ডিভাইসের সাথে বহু প্রতীক্ষিত Galaxy Z Fold 5 এবং Galaxy Z Flip 5 ফোল্ডেবল স্মার্টফোনগুলির ওপর থেকেও পর্দা সরাবে বলে জানা গেছে। এই ডিভাইসগুলির জন্য স্যামসাং অনুরাগী এবং স্মার্টফোনপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। আর এখন সকলের অপেক্ষার অবসান করে স্যামসাং আসন্ন গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের জন্য নির্ধারিত তারিখ এবং সময়সূচী প্রকাশ করেছে। আসুন জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Unpacked লঞ্চ ইভেন্টটি অনুষ্ঠিত হবে চলতি মাসের শেষের দিকে

স্যামসাং একটি অফিসিয়াল পোস্টার প্রকাশ করে নিশ্চিত করেছে যে, তাদের পরবর্তী গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টটি আগামী ২৬ জুলাই, সকাল ৭:০০ টায় (ইস্ট্রান টাইম) অনুষ্ঠিত হবে। কোম্পানির পোস্টার ব্র্যান্ডের পরবর্তী প্রজন্মের ফ্লিপ স্মার্টফোনটিকেও টিজ করেছে। গ্যালাক্সি আনপ্যাকড লঞ্চ ইভেন্টটি স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি কোম্পানির ইউটিউব চ্যানেলেও লাইভ-স্ট্রিম করা হবে। গ্যালাক্সি জেড ফোল্ড ৫ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ মডেলগুলি ছাড়াও, কোম্পানিটি স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৬ সিরিজ, নতুন ট্যাবলেট এবং ইয়ারফোন সহ ইভেন্টে আরও কয়েকটি ডিভাইস লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে।

ফোনগুলির প্রসঙ্গে বললে, আসন্ন Samsung Galaxy Z Fold 5-এ সামান্য ছোট ও স্লিম ডিজাইন, একটি টেকসই হিঞ্জ বা কব্জা এবং একটি উন্নত ইউজার এক্সপেরিয়েন্স সহ ক্রমবর্ধমান আপডেট দেখা যাবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, Galaxy Z Flip 5 একটি বড় ফ্রন্ট-ফেসিং ডিসপ্লে এবং অধিক শক্তিশালী প্রসেসরের সাথে আসবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার সংস্থাটি ফোল্ডেবল স্মার্টফোন দুটির জন্য প্রি-অর্ডার রিজার্ভেশন প্রক্রিয়াও চালু করতে চলেছে। যেসমস্ত আগ্রহী ক্রেতারা এগুলির মধ্যে কোনও একটি মডেল প্রি-অর্ডার করবেন, তারা ৫০ ডলার (প্রায় ৪,১২৬ টাকা) ক্রেডিট পাবেন। রিজার্ভেশন উইন্ডোটি আজ রাত থেকে ২৫ জুলাই পর্যন্ত খোলা থাকবে।

Tags:    

Similar News