কিপ্টেমি করছে Samsung, আপকামিং ফোনের ক্যামেরা আপগ্রেডে অনীহা: রিপোর্ট
স্যামসাং (Samsung) গত আগস্টে তাদের Z সিরিজের অধীনে Galaxy Z Fold 4 এবং Z Flip 4 ফোল্ডেবল স্মার্টফোনগুলি লঞ্চ করেছিল। সম্প্রতি টেকপাড়ায় জল্পনা শুরু হয়েছে যে, দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি গত বছরের মতো এই বছরও আগস্ট মাসে Samsung Galaxy Z Fold 5 উন্মোচন করবে। আর এখন এক নির্ভরযোগ্য টিপস্টার দাবি করেছেন যে, এই আসন্ন ফোল্ডেবল ফোনের ক্যামেরা সেটআপটি Galaxy S23 Plus-এর অনুরূপ হবে। এই তথ্যটি নির্দেশ করে যে, আপকামিং Z Fold 5-এর প্রধান ক্যামেরা সেটআপ, পূর্বসূরি Galaxy Z Fold 4-এর তুলনায় আপগ্রেড অফার করবে না। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Samsung Galaxy Z Fold 5-এর ক্যামেরার সেটআপটি Galaxy S23 Plus-এর সাথে সাদৃশ্যপূর্ণ হবে
গত ফেব্রুয়ারি মাসে বিশ্ববাজারে আত্মপ্রকাশ করা স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের "প্লাস" মডেলটির রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ওআইএস ও ৩x অপটিক্যাল জুম সহ একটি ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা অবস্থান করে। এমনকি, এই একই ক্যামেরার সেটআপ গত আগস্ট মাসে লঞ্চ হওয়া গ্যালাক্সি জেড ফোল্ড ৪-এও পাওয়া যায়।
আর এখন এক টিপস্টার দাবি করেছেন যে, নতুন স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫ ফোল্ডেবলটি গ্যালাক্সি এস২৩ প্লাস-এর মতো একই ক্যামেরা স্পেসিফিকেশন অফার করবে। অর্থাৎ, স্যামসাংয়ের জেড-সিরিজের পরবর্তী ফোনটির ক্যামেরায় কোনও আপগ্রেড দেখা যাবে না। এই তথ্যটি টিপস্টার আইস ইউনিভার্সের একটি সাম্প্রতিক টুইটের সাথে সামঞ্জস্যপূর্ণ, যেখানে বলা হয়েছে যে গ্যালাক্সি জেড ফোল্ড ৫ মডেলটি পূর্বসূরির মতো একই রকম ক্যামেরা মডিউলের সাথে আসবে। তবে, এই ফোল্ডেবলটির সেলফি ক্যামেরার বিষয়ে কোনও তথ্য এখনও জানা যায়নি।
এছাড়াও মনে করা হচ্ছে যে, Galaxy Z Fold 5-এর ডিজাইনও তার পূর্বসূরির মতোই হবে। এটি ৬.২ ইঞ্চির কভার ডিসপ্লে সহ আসবে এবং বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ভিতরে ৭.৬ ইঞ্চির ফোল্ডেবল অ্যামোলেড (AMOLED) স্ক্রিন থাকবে। তবে, ফোনটিতে একটি নতুন কব্জা বা হিঞ্জ দেখা যেতে পারে, যা ফোল্ডেবল ডিসপ্লের ক্রিজ বা কোঁচকানো ভাবকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে পারবে। উভয় স্ক্রিনই গরিলা গ্লাস ভিকটাস ২ দ্বারা সুরক্ষিত হবে বলে আশা করা হচ্ছে।
উন্নত পারফরম্যান্সের জন্য Galaxy Z Fold 5-এ লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২-এর কাস্টম সংস্করণটি ব্যবহৃত হতে পারে, যা Samsung Galaxy S23 সিরিজের ফ্ল্যাগশিপ ফোনগুলিকে শক্তি যোগায়। ফোল্ডেবলটি ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টেরাবাইট ইউএফএস ৪.০ স্টোরেজ বিকল্পের সাথে আসতে পারে। Galaxy Z Fold 5-এ এস পেন (S Pen)-এর জন্য কোনও ডেডিকেটেড স্লট না থাকলেও, ফোনটি স্টাইলাসের জন্য সাপোর্ট বহন করবে বলে মনে করা হচ্ছে।