Samsung-এর আপকামিং স্মার্টফোনে চমক, মিলবে 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ

Update: 2024-04-24 05:56 GMT

স্যামসাং (Samsung) বর্তমানে তাদের ষষ্ঠ-প্রজন্মের গ্যালাক্সি Z-সিরিজের ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। এই ডিভাইসগুলির সম্পর্কে ইতিমধ্যেই নানা তথ্য প্রকাশ্যে এসেছে। যেমন, ফাঁস হওয়া রেন্ডার ক্ল্যামশেল ডিজাইনের Samsung Galaxy Z Flip 6-এর ডিজাইনে কোনও পরিবর্তন দেখায়নি, তবে বুক-স্টাইলের Z Fold 6-এ আরও বেশি বক্সি ডিজাইন এবং শার্প কর্নার থাকবে বলে নিশ্চিত করেছে। ফোল্ডেবল ফোনগুলিকে ইতিমধ্যেই চায়না কম্পলসারি সার্টিফিকেশন (3C) ওয়েবসাইটেও দেখা গেছে, যা এগুলির ব্যাটারি চার্জিং স্পিড অপরিবর্তিত থাকবে বলে নিশ্চিত করেছে। এবার আসন্ন স্যামসাং ফোল্ডেবলগুলির কালার ভ্যারিয়েন্টের পাশাপাশি স্টোরেজ অপশন সম্পর্কিত তথ্য প্রকাশ্যে এসেছে।

Samsung Galaxy Z Flip 6 ও Galaxy Z Fold 6: কালার অপশন, স্টোরেজ ভ্যারিয়েন্ট

গ্যালাক্সি জেড ফ্লিপ সাধারণত আকর্ষণীয় এবং প্রাণবন্ত রঙের বিকল্পগুলিতে পাওয়া যায়। স্যামসাং জেড ফ্লিপ 6-এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। ডিসপ্লে সাপ্লাই চেইন কনসালট্যান্ট (DSCC)-এর সিইও রস ইয়াং-এর মতে, এটি ক্রাফটেড ব্ল্যাক, লাইট ব্লু, মিন্ট, পিচ, সিলভার শ্যাডো, হোয়াইট এবং ইয়েলো সহ মোট সাতটি কালার অপশনে বাজারে আসবে।

এখানে লক্ষণীয় যে, এগুলির মধ্যে চারটি রঙ সর্ম্পকে আগেই জানা গিয়েছিল এবং এখন ডিসপ্লে বিশ্লেষক বলছেন যে হালকা সবুজ এবং রূপালী রঙকে যথাক্রমে মিন্ট এবং সিলভার শ্যাডো হিসাবে বাজারজাত করা হবে। প্রসঙ্গত, এই রংগুলি ইতিমধ্যেই স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 5-এ দেখা যায়। তবে দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটি ফ্লিপ 6-এ কালার অপশনগুলির গাঢ় বা হালকা শেড ব্যবহার করে কিনা, সেটাই এখন দেখার।

কারুকাজ করা ব্ল্যাক, পীচ এবং হোয়াইট অপশনগুলি নির্বাচিত বাজারে বা সীমিত পরিমাণে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, ল্যাভেন্ডার/পার্পল শেডটি, যা জেড ফ্লিপ ফোনের একটি প্রধান উপাদান ছিল, তা আসন্ন সিরিজে অনুপস্থিত থাকবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, Samsung Galaxy Z Fold 6-এ আগে রিপোর্টে দাবি করা রঙগুলিই থাকবে বলে জানিয়েছেন রস ইয়াং। তবে ডার্ক ব্লুক অপশনটিকে নেভি এবং সিলভারকে সিলভার শ্যাডো হিসেবে বাজারজাত করা হতে পারে।

লো-ভলিউম কালার ক্রাফটেড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সহ একটি নতুন লাইট পিঙ্ক কালার ভ্যারিয়েন্টেও এটি পাওয়া যেতে পারে। ডিএসসিসি-এর সিইও আরও জানিয়েছেন যে, Samsung Galaxy Z Flip 6 এবং Fold 6-কে 256 জিবি এবং 512 জিবি স্টোরেজ অপশনে অফার করা হবে। তবে বুক-স্টাইলের ফোল্ড মডেলটি উচ্চতর 1 টিবি স্টোরেজ কনফিগারেশনেও উপলব্ধ হবে৷

Tags:    

Similar News