ফ্ল্যাগশিপ সেলফি ক্যামেরার সঙ্গে দুর্দান্ত ফোন আনছে Samsung, স্পেসিফিকেশনে চমক
Samsung Galaxy S23 FE চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকের কোনও এক সময়ে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই এই আসন্ন Fan Edition ফোনটি চর্চার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। নানা তথ্যও ফাঁস হয়েছে। যেমন সম্প্রতি এক প্রতিবেদন থেকে জানা গেছে যে এটি নতুন প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ আসবে। আর এখন আরেকটি নয়া সূত্র Samsung Galaxy S23 FE-এর ফ্রন্ট এবং টেলিফটো ক্যামেরা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে।
Samsung Galaxy S23 FE-তে 10MP ফ্রন্ট ক্যামেরা থাকবে
স্যামসাং ২০২০ সাল থেকে ফ্যান এডিশন ফোনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অফার করে আসছে৷ তবে এ বছর ব্র্যান্ডটি গ্যালাক্সি এস২৩ এফই-তে একটি নতুন সেলফি ক্যামেরা ব্যবহার করবে বলে খবর৷ গ্যালাক্সি ক্লাবের দাবি, ডিভাইসটিতে একটি ১০ মেগাপিক্সেল ফ্ল্যাগশিপ গ্রেড ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। এটি একই ক্যামেরা সেন্সর হতে পারে, যা গ্যালাক্সি এস২২ সিরিজের ফোনগুলিতে রয়েছে।রেজলিউশন কমলেও পিকচার কোয়ালিটি উন্নত করতে সাহায্য করবে এটি।
জানিয়ে রাখি, বেশ কিছু রিপোর্টে ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে যে স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই-এর রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ নতুন ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে। আর এখন গ্যালাক্সিক্লাব-এর প্রতিবেদনটিতে বলা হয়েছে যে, একইসাথে ৩x অপটিক্যাল জুম সহ একটি ৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা অবস্থান করবে, যার মানে এটি একই সেন্সর হতে পারে যা পূর্বসূরি গ্যালাক্সি এস২১ এফই-তে উপলব্ধ। ডিভাইসটির আল্ট্রা-ওয়াইড ক্যামেরা সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি।
অন্যান্য স্পেসিফিকেশনের কথা বললে, Samsung Galaxy S23 FE-তে ৬.৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি সম্ভবত অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫.১.১ (One UI 5.1.1) সফ্টওয়্যার সংস্করণের সাথে লঞ্চ হবে।
পারফরম্যান্সের ক্ষেত্রে, স্যামসাং তাদের ইন-হাউস Exynos 2200 চিপসেটটি Galaxy S23 FE-তে ব্যবহার করতে পারে। তবে কোম্পানি অন্যবারের মতো নির্বাচিত বাজারে এই ফোনের একটি Snapdragon 8+ Gen 1 ভ্যারিয়েন্ট প্রকাশ করে কিনা, সেটাই এখন দেখার। Galaxy S23 FE ৬ জিবি / ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই স্যামসাং ফোনে ২৫ ওয়াট ওয়্যার্ড এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে বলে জানা গেছে।