পরবর্তী স্মার্টফোনে ক্যামেরার সংখ্যা কমছে, Apple এর দেখানো পথেই কি হাঁটবে Samsung
স্যামসাং (Samsung) গত ফেব্রুয়রিতেই তাদের লেটেস্ট Galaxy S23 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। তবে, এই লাইনআপটির লঞ্চের মাস খানেকের মধ্যেই S-সিরিজের পরবর্তী প্রজন্মের হ্যান্ডসেটগুলিকে নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে। আর এখন একটি সূত্র মারফৎ আসন্ন সিরিজের টপ-এন্ড 'Ultra' মডেলটিকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে, পূর্বসূরির তুলনায় Samsung Galaxy S24 Ultra-এর ক্যামেরা সংখ্যা কম হবে।
Samsung Galaxy S24 Ultra কোয়াড ক্যামেরা সেটআপের পরিবর্তে আসবে ট্রিপল ক্যামেরা সিস্টেমের সাথে
বর্তমান Samsung Galaxy S23 Ultra-এ দুটি টেলিফটো সেন্সর সহ চারটি রিয়ার-ফেসিং ক্যামেরা রয়েছে। কিন্তু কিছু নির্ভরযোগ্য টিপস্টারদের মতে, এর উত্তরসূরি, Samsung Galaxy S24 Ultra মাত্র তিনটি রিয়ার-ফেসিং ক্যামেরার সাথে আসবে। এতে ৩x জুম সহ টেলিফটো ক্যামেরার নাও দেখা যেতে পারে । তবে, সুপরিচিত টিপস্টার আইস ইউনিভার্স অবশ্য বলেছেন যে, দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি এর সমাধান হিসেবে আসন্ন ফোনটিতে একটি কন্টিনিউয়াস পেরিস্কোপ জুম লেন্স ব্যবহার করতে পারে, যা ৩x থেকে ১০x পর্যন্ত জুম অফার করবে। এটি অনেকটা গতবছর এলজি (LG) দ্বারা প্রদর্শন করা টেলিফোটো ক্যামেরা মডিউলের মতো হবে।
অনুমান করা হচ্ছে যে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা-এর একক টেলিফটো ক্যামেরাটি গ্যালাক্সি এস২৩ আল্ট্রা-এর উভয় জুম ক্যামেরার কাজই সম্পাদন করতে পারবে। এছাড়াও, এই নতুন ক্যামেরাটি মধ্যবর্তী জুম রেঞ্জের সাথে আরও ভালো গুণমানের ছবি অফার করতে পারে, যা পূর্ববর্তী ক্যামেরা সেটআপের সাথে সম্ভব ছিল না। তবে এও শোনা যাচ্ছে যে, স্যামসাং সম্ভবত গ্যালাক্সি এস২৪ আল্ট্রা-এর ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে ৩x ডিজিট্যাল জুমের অনুমতি দেবে, যা পূর্বসূরির ৩x অপটিক্যাল জুমের সমতুল্য। এটি সম্পূর্ণরূপে একটি পৃথক টেলিফটো ক্যামেরার প্রয়োজনীয়তা দূর করবে।
আশা করা হচ্ছে, একটি ক্যামেরা সেন্সরের অপসারণের ফলে Samsung Galaxy S24 Ultra-এর রিয়ার প্যানেলে আরও পরিস্কার ও মসৃণ ডিজাইন দেখতে পাওয়া যাবে, যা ক্যামেরা সেটআপের এলোমেলো ভাব কমাবে। তবে, যেহেতু আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে ফোন সংক্রান্ত পরিকল্পনাগুলি সর্বদা পরিবর্তিত হতে থাকে, তাই আদেয় এটি বাস্তব রূপ পাবে কিনা, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে।
উল্লেখ্য, বিদ্যমান Galaxy S23 Ultra হল বর্তমানে স্যামসাংয়ের সেরা ক্যামেরা ফোন। এতে চারটি রিয়ার-ফেসিং ক্যামেরা রয়েছে, যা ৬০ ফ্রেম প্রতি সেকেন্ড (fps) হারে ৪কে (4K) ভিডিও রেকর্ড করতে সক্ষম। এই ক্যামেরাগুলির মধ্যে দুটি হল টেলিফটো ক্যামেরা, যেগুলি অন্যান্য প্রতিদ্বন্দ্বী ফোনগুলির তুলনায় অতুলনীয় জুম অফার করে।