গিরগিটির মতো রঙ বদলাবে Tecno Camon 19 Pro Mondrian Edition, কবে লঞ্চ হচ্ছে জেনে নিন
এন্ট্রি ও বাজেট রেঞ্জের স্মার্টফোনের জন্য সুপরিচিত ব্র্যান্ড নির্মাতা টেকনো (Tecno) গত জুন মাসে তাদের ক্যামেরা-কেন্দ্রিক Tecno Camon 19 সিরিজের হ্যান্ডসেটগুলির ওপর থেকে পর্দা সরিয়েছে। এই সিরিজের অধীনে বাজারে পা রেখেছে চারটি মডেল- Tecno Camon 19, Camon 19 Pro, Camon 19 Pro 5G এবং Camon 19 Neo। বর্তমানে লাইনআপের টপ-এন্ড মডেল Camon 19 Pro-এর বিশেষ সংস্করণ হিসেবে সংস্থাটি Camon 19 Pro Mondrian Edition-টি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। টেকনো নিশ্চিত করেছে যে, এই বিশেষ কালার-চেঞ্জিং প্যানেল যুক্ত ডিভাইসটি আগামী ১৪ সেপ্টেম্বর ভারতের বাজারে লঞ্চ করা হবে। ইতিমধ্যেই এদেশে ফোনটি টিজ করতেও শুরু করেছে কোম্পানি। চলুন আসন্ন Tecno Camon 19 Pro Mondrian Edition সম্পর্কে এখনও পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে, তা দেখে নেওয়া যাক।
টেকনো ক্যামন ১৯ প্রো মনড্রিয়ান এডিশন-এর স্পেসিফিকেশন - Tecno Camon 19 Pro Mondrian Edition Specifications
টেকনো ক্যামন ১৯ প্রো মন্ড্রিয়ান এডিশন-এ জুন মাসে লঞ্চ হওয়া টেকনো ক্যামন ১৯ প্রো ৪জি-এর মতোই স্পেসিফিকেশন দেখা যাবে, যা একটি অনন্য রঙ পরিবর্তনকারী রিয়ার শেলের সাথে আসবে। তবে, এই বিশেষ মডেলটির সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল এর ব্যাক প্যানেলের আয়তক্ষেত্রাকার সাদা ব্লকগুলি, যা সূর্যের আলোতে বিভিন্ন রঙ প্রদর্শন করতে পারে।
এবার আসা যাক স্পেসিফিকেশনে প্রসঙ্গে। ক্যামন ১৯ প্রো মন্ড্রিয়ান এডিশন-এ ৬.৮ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে, যা ১,০৮০ x ২,৪০০ পিক্সেলের ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৯৬ চিপসেট দ্বারা চালিত হবে, যা ৮ জিবি র্যামের সাথে যুক্ত থাকবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক হাই ওএস৮.৬ (HiOS 8.6) কাস্টম স্কিনে রান করে।
ফটোগ্রাফির জন্য, Tecno Camon 19 Pro Mondrian Edition-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ-সেন্সিং ইউনিট উপস্থিত রয়েছে। আর সেলফি তোলার জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।
পাওয়ার ব্যাকআপের জন্য, Tecno Camon 19 Pro Mondrian Edition-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। নিরাপত্তার জন্য, এতে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে। এছাড়া, অতিরিক্ত স্টোরেজের জন্য এই হ্যান্ডসেটে একটি মাইক্রোএসডি কার্ড স্লটও পাওয়া যাবে। অডিওর জন্য, ডিভাইসটিতে একটি ডিটিএস অডিও স্টেরিও স্পিকার অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে ভারতে Camon 19 Pro-এর Mondrian Edition-টির দাম ২০,০০০ টাকার মধ্যেই রাখা হতে পারে। টেকনোর অনলাইন স্টোর ছাড়াও, এটি অ্যামাজন ইন্ডিয়ার (Amazon India)-এর সাইটেও কেনার জন্য উপলব্ধ হবে। Camon 19 Pro Mondrian Edition ছাড়া, Camon 19 লাইনআপের অন্যান্য মডেলগুলি, যেমন Camon 19, Camon 19 Neo এবং Camon 19 Pro 5G ইতিমধ্যেই ভারতে লঞ্চ হয়েছে৷