Tecno Camon 19 Pro Mondrian Edition গিরগিটির মতো রঙ বদলাবে, টেক্কা দেবে Vivo V25 Pro কে
Tecno আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরে Tecno Camon 19 Pro Mondrian Edition লঞ্চ করতে চলেছে। জানা গেছে, এটি Camon 19 Pro এর মতো ফিচার সহ আসবে, তবে এতে ইউনিক ডিজাইন দেখা যাবে। এই Mondrian Edition স্মার্টফোনে ব্যবহার করা হবে পলিক্রোম্যাটিক ফটোসোমার প্রযুক্তি, যা সূর্যের আলোয় ফোনের রঙ পরিবর্তন করতে সাহায্য করবে।
Mysmartprice তাদের রিপোর্টে দাবি করেছে, Vivo-র মতো কালার চেঞ্জিং ব্যাক প্যানেল সহ আসবে Tecno Camon 19 Pro Mondrian Edition। ফোনটি সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হবে। তবে সঠিক লঞ্চের তারিখ এখনও জানা যায়নি।
এদিকে জনপ্রিয় এক ইউটিউবার টেকনো ক্যামন ১৯ প্রো মন্ডারীয়ান এডিশন এর একটি ভিডিও শেয়ার করেছে। ফোনটির পিছনে একাধিক আয়তকার ব্লক উপস্থিত। আবার ভিডিওতে দেখা গেছে যে, সাধারণ ভাবে ফোনের পিছনের কালার হোয়াইট হলেও, সূর্যের আলোয় রঙ পরিবর্তন হচ্ছে। সম্প্রতি লঞ্চ হওয়া Vivo V25 Pro ফোনে একই বৈশিষ্ট্য দেখা গিয়েছিল।
যাইহোক, আগেই বলেছি যে, টেকনো ক্যামন ১৯ প্রো মন্ডারীয়ান এডিশন এর ফিচার টেকনো ক্যামন ১৯ প্রো এর মতো হবে। ফলে এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৮ ইঞ্চির ফুল-এইচডি+ ডিসপ্লে দেখা যেতে পারে। ফোনটি মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে ৮ জিবি র্যাম থাকবে। ফটোগ্রাফির জন্য এর পিছনে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের মিলবে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আর পাওয়ার ব্যাকআপের জন্য থাকতে পারে ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জ চার্জিং প্রযুক্তি সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।