এই ধরনের ক্যামেরা বিশ্বে প্রথম, দুর্ধর্ষ ফিচার্স নিয়ে Tecno Camon 20 Premier 5G-র লঞ্চ 7 জুলাই
টেকনো গত মাসেই ভারতে তাদের ক্যামেরা-কেন্দ্রিক Camon সিরিজের অধীনে Tecno Camon 20 Premier 5G উন্মোচন করেছে। যদিও ব্র্যান্ডটি সেই সময়ে স্মার্টফোনটির মূল্য বা লভ্যতা সম্পর্কে কিছু ঘোষণা করেনি। তবে এখন সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ৭ জুলাই ভারতে Tecno Camon 20 Premier 5G লঞ্চ হবে। যা অ্যামাজন থেকে কেনা যাবে। ইতিমধ্যেই ই-কমার্স সাইটটি স্মার্টফোনটির একটি মাইক্রোসাইট প্রকাশ করেছে।
Tecno Camon 20 Premier 5G ভারতে আসছে চলতি সপ্তাহেই
টেকনো মোবাইল ইন্ডিয়া আজ তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি টিজার ভিডিও শেয়ার করে নিশ্চিত করেছে যে, টেকনো ক্যামন ২০ প্রিমিয়ার ৫জি আগামী ৭ জুলাই ভারতীয় বাজারে পা রাখবে। টিজার ভিডিওতে ফোনটির সবচেয়ে বড় হাইলাইট ৫০ মেগাপিক্সেলের আরজিবিডাব্লিউ (RGBW) ক্যামেরাকে দেখানো হয়েছে, যা এই প্রথম কোনও ফোনে ব্যবহার করা হয়েছে। এছাড়াও জানা গিয়েছে যে, টেকনো ক্যামন ২০ প্রিমিয়ার ৫জি অ্যামাজনে এক্সক্লুসিভলি উপলব্ধ হবে।
Tecno Camon 20 Premier 5G: স্পেসিফিকেশন
গত মাসে ভারতে উন্মোচন হওয়ার ফলে টেকনো ক্যামন ২০ প্রিমিয়ার ৫জি-এর স্পেসিফিকেশন সম্পর্কে আমরা অবগত। ডিভাইসটিতে ৬.৬৭ ইঞ্চির ১০ বিট অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট এবং একটি ইন্টিগ্রেটেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করে। এছাড়াও, স্ক্রিনটি ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।ফোনটির রিয়ার প্যানেলে আকর্ষণীয় জ্যামিতিক প্যাটার্ন এবং পঞ্চভুজ আকৃতির ক্যামেরা মডিউল দেখা যায়।
ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০৫০ চিপসেট দ্বারা চালিত, যা ৮ জিবি ফিজিক্যাল র্যাম, ৮ জিবি ভার্চুয়াল র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজের সাথে যুক্ত। ক্যামন ২০ প্রিমিয়ার ৫জি-তে হিট ডিসিপেশন সিস্টেমও বর্তমান।পাওয়ার ব্যাকআপের জন্য, Tecno Camon 20 Premier 5G ফোনটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট রয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য, Tecno Camon 20 Premier 5G-এর ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ইন্ডাস্ট্রির প্রথম সেন্সর-শিফ্ট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের আরজিবিডাব্লিউ (RGBW) সেন্সর অবস্থান করছে, যার সাথে একটি ১০৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর যুক্ত রয়েছে৷ আর সেলফি তোলা ও ভিডিও কল করার জন্য ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত রয়েছে৷