টেকনোর চমক, Tecno Camon 30, Camon 30 5G ও Camon 30 Pro 5G আসছে বড় ব্যাটারির সাথে
Tecno বর্তমানে তাদের লেটেস্ট স্মার্টফোন সিরিজ Camon 30 -এর উপর কাজ করছে। আসন্ন এই সিরিজ বিদ্যমান Camon 20 লাইনআপের উত্তরসূরি হিসাবে আসবে। এই সিরিজের অধীনে - Tecno Camon 30, Camon 30 5G, Camon 30 Pro 5G এবং Camon 30 Premier 5G এই চারটি মডেল লঞ্চ হতে চলেছে। প্রত্যেকটি ফোনই মিড-রেঞ্জ অন্তর্গত হবে বলে জানা গেছে। আজ আবার Camon 30 সিরিজের একটি মডেলকে দুটি জনপ্রিয় সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হতে দেখা গেল। যার দরুন এর মডেল নম্বর এবং ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এসেছে। আবার Tecno স্বয়ং, Camon 30 সিরিজের দুটি উচ্চতর মডেলের চার্জিং ও ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কিত তথ্য প্রকাশ্যে নিয়ে এসেছে।
Tecno Camon 30, Camon 30 5G, Camon 30 Pro 5G ফোনের ব্যাটারি ও চার্জিং স্পিড প্রকাশ্যে এল
সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ টেকনো ক্যামন ৩০ সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের TDRA সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছে। জানা গেছে, এটি হবে লাইনআপের এন্ট্রি লেভেল হ্যান্ডসেট যা ৪জি এলটিই কানেক্টিভিটি সাপোর্ট করবে। লিস্টিং অনুসারে ডিভাইসটি CL6 মডেল নম্বর বহন করবে। জানিয়ে রাখি এই একই মডেল FCC সার্টিফিকেশন প্ল্যাটফর্মেও তালিকাভুক্ত হয়েছে। যার লিস্টিং, টেকনো ক্যামন ৩০ ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করার কথা নিশ্চিত করেছে।
অন্যদিকে টেকনো স্বয়ং তাদের ওয়েবসাইটে একটি কনফর্মিটি লিস্টিং পোস্ট করে ক্যামন ৩০ ৫জি এবং ক্যামন ৩০ প্রো ৫জি স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটির এবং চার্জিং স্পিড সম্পর্কিত তথ্য প্রকাশ্যে এনেছে। জানা গেছে, উভয় হ্যান্ডসেটই ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি সহ লঞ্চ হবে। দুটি ডিভাইসের সাথেই U700TKA পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া হবে, যা ৭০ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
প্রসঙ্গত Tecno Camon 30 Premier ফোনের ব্যাটারি ক্যাপাসিটি এখন সংস্থার তরফ থেকে নিশ্চিত করা হয়নি। তবে ডিভাইসটি ইতিমধ্যেই - EEC, ব্লুটুথ এসআইজি, গিকবেঞ্চ এবং TUV সার্টিফিকেশন সাইটের থেকে অনুমোদন পেয়েছে। যার দরুন এর একাধিক সম্ভাব্য কী-ফিচার ফাঁস হয়েছে অনলাইনে। যেমন জানা গেছে, এটি ৪,৯০০ এমএএইচ ব্যাটারি অফার করবে এবং চার্জিংয়ের জন্য ইউএসবি-সি পোর্ট উপস্থিত থাকবে। যদিও চার্জিং স্পিড জানা সম্ভব হয়নি।
জানিয়ে রাখি, আসন্ন সিরিজের Camon 30, Camon 30 5G, Camon 30 Pro 5G, এবং Camon 30 Premier 5G মডেল চারটি যথাক্রমে CL6, CL7, CL8 এবং CL9 মডেল নম্বর সহ আসবে।