Tecno Phantom V Flip 5G দুর্ধর্ষ ফিচার সহ লঞ্চ হল, পাবেন সবচেয়ে কম খরচে সেরা ফ্লিপ ফোন ব্যবহারের মজা
বিগত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে টিজ করার পর অবশেষে আজ অর্থাৎ ২২শে সেপ্টেম্বর Tecno তাদের প্রথম ফ্লিপ-স্টাইল স্মার্টফোন ভারত ও ইউরোপে লঞ্চ করলো। এটি Tecno Phantom V Flip 5G নামে এসেছে। আলোচ্য মডেলের বিশেষত্ব হল, এটি বিশ্ববাজারে উপলব্ধ অন্যান্য ফ্লিপ ফোনের ন্যায় অধিক ব্যয়বহুল নয়। যদিও খুব যে সাশ্রয়ী তাও বলা যায় না। ফিচার হিসাবে Tecno Phantom V Flip 5G ফোনে FHD+ LTPO AMOLED প্রাইমারি ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০৫০ ৫জি চিপসেট, ৬৪ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, ৩২ মেগাপিক্সেলের ডুয়াল-ফ্ল্যাশ অটোফোকাস সেলফি শুটার, এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত বড় ব্যাটারি পাওয়া যাবে। এছাড়া ডিভাইসটি কসমস অনুপ্রাণিত রিয়ার ব্যাক প্যানেলের সাথে এসেছে, যা যথেষ্ট প্রিমিয়াম লুক প্রদান করবে। চলুন নয়া Tecno Phantom V Flip 5G স্মার্টফোনের দাম ও অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
Tecno Phantom V Flip 5G এর ডিজাইন
প্রথমেই আসা যাক ডিজাইনের প্রসঙ্গে। টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ কসমস অনুপ্রাণিত ডিজাইনের সাথে এসেছে। এতে "দ্য প্ল্যানেট" নামে পরিচিত একটি বৃত্তাকার কভার স্ক্রিন লক্ষণীয়। আবার এই কভার ডিসপ্লের মধ্যেই রিয়ার ক্যামেরা মডিউল উপস্থিত, যা দেখতে অনেকটা 'গ্রহাণু বলয়' -এর মতো। সংস্থাটি তাদের এই নয়া ভাঁজযোগ্য হ্যান্ডসেটে প্রিমিয়াম লিচি-প্যাটার্নের ক্লাসিক লেদার বা ভেগান লেদার ব্যবহার করেছে।
টেকনোর নিয়ে আসা এই স্মার্টফোনের উপরের প্যানেলের ডানদিকে ভলিউম রকার এবং পাওয়ার বাটন আছে। এই পাওয়ার বাটনের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড থাকছে। টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ -এর পরিমাপ ভাঁজ অবস্থায় ৮৮.৭৭x৭৪.০৫x১৪.৯৫ মিমি এবং খোলা অবস্থায় ১৭১.৭২x৭৪.০৫x৬.৯৫ মিমি।
Tecno Phantom V Flip 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে :
টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ স্মার্টফোনে ৬.৯-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০x২৪৬০ পিক্সেল) ফ্লেক্সিবল LTPO AMOLED ইন্টারনাল বা প্রাইমারি ডিসপ্লে রয়েছে, যা ২০.৫:৯ এসপেক্ট রেশিও, ১০০০ নিট পিক ব্রাইটনেস এবং ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। আবার এর সেকেন্ডারি বা কভার ডিসপ্লের সাইজ ১.৩২-ইঞ্চি (৪৬৬x৪৬৬ পিক্সেল), যা হল একটি AMOLED প্যানেল। সংস্থার দাবি অনুসারে, মূল ফ্লিপ ডিসপ্লেটি ২,০০,০০০ বারেরও বেশি ভাঁজ হওয়া সহ্য করার ক্ষমতা রাখে।
ক্যামেরা :
Tecno Phantom V Flip 5G স্মার্টফোনে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট। এই ক্যামেরাগুলি হল - এফ/১.৭ অ্যাপারচার সমর্থিত ১.৬μm (৪-ইন-১ পিক্সেল বিনিং) সাইজের ৬৪ মেগাপিক্সেল RGBW আল্ট্রা সেনসিটিভ প্রাইমারি সেন্সর এবং ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। যার মধ্যে মুখ্য ক্যামেরাটি - ৬০% অধিক আলো শোষণ করার, পারিপার্শ্বিক নয়েজ কমানো, এবং উন্নত কালার অ্যাকুরেসি অফার করে করে। এই রিয়ার ক্যামেরাটি - PDAF, ISOCELL পিক্সেল আইসোলেশন এবং পিক্সেল ফিউশন অ্যালগরিদমের সাথে এসেছে, যা কম আলোতেও দুর্দান্ত নাইট পারফরম্যান্স প্রদানে সক্ষম।
সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য আলোচ্য হ্যান্ডসেটে ৩২ মেগাপিক্সেলের ডুয়াল-ফ্ল্যাশ অটোফোকাস ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। জানিয়ে রাখি, টেকনো ব্র্যান্ডিংয়ের এই ফ্লিপ ফোনে সর্বপ্রথম ফ্রন্ট-ফেসিং ফ্ল্যাশলাইট ব্যবহার করা হয়েছে। এই সেন্সরটি কম আলোতেও ভালো ফটো তুলতে সক্ষম বলে দাবি করা হয়েছে। এছাড়া সেলফি ক্যামেরাটি - অটোমেটিক আই-ফোকাস ফিচার সাপোর্ট করে।
প্রসঙ্গত, আলোচ্য ডিভাইসের ফ্রিক্যাম সিস্টেম ব্যবহার করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি ক্যাপচার করা সম্ভব। এটি ৩০ ডিগ্রি থেকে ১৫০ ডিগ্রি পর্যন্ত যেকোনো কোণে ছবি তোলার সুবিধা প্রদান করে। এছাড়া জানা যাচ্ছে, ব্যবহারকারীরা জেসচার এবং ভয়েস কমান্ডের মাধ্যমে ফ্রিক্যাম নিয়ন্ত্রণ করতে পারবেন।
প্রসেসর, স্টোরেজ, র্যাম, অপারেটিং সিস্টেম :
উন্নত পারফরম্যান্স প্রদানের জন্য Tecno Phantom V Flip 5G স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০৫০ ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। জানিয়ে রাখি এটি মূলত মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ চিপসেটের একটি রিব্র্যান্ডেড ভার্সন, যা TSMC -এর ৬এনএম প্রসেসিং নোড ভিত্তিক। এই অক্টা-কোর প্রসেসরে - চারটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন কর্টেক্স-এ৭৮ কোর এবং চারটি পাওয়ার-এফিসিয়েন্ট কর্টেক্স-এ৫৫ কোর রয়েছে। এক্ষেত্রে কর্টেক্স-এ৭৮ কোরগুলির মধ্যে একটি সুপার কোর রয়েছে, যার সর্বোচ্চ ক্লক রেট ৩ গিগাহার্টজ। আর বাকি তিনটি পারফরম্যান্স কোর সর্বাধিক ২.৬ গিগাহার্টজ গতিতে ক্লক করে। গ্রাফিক্স কার্ড হিসাবে এতে নয়টি কোর যুক্ত আর্ম মালি-জি৭৭ উপস্থিত। এই টেকনো হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক হাইওএস ১৩.৫ (HiOS 13.5) কাস্টম স্কিনে রান করে। আর স্টোরেজ হিসাবে এতে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম পাওয়া যাবে।
ব্যাটারি এবং কানেক্টিভিটি বিকল্প :
সদ্য লঞ্চের মুখ দেখা এই ফ্লিপ-স্টাইল ডিভাইসে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৪,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। এই ব্যাটারি মাত্র ১০ মিনিটের মধ্যে ৩৩% পর্যন্ত চার্জ হতে সক্ষম। ফ্যান্টম ভি ফ্লিপ স্মার্টফোনে কানেক্টিভিটির জন্য - ৫জি, ওয়াই-ফাই ৮০২.১১এএক্স এবং ব্লুটুথ ৫.৩ অন্তর্ভুক্ত। এক্ষেত্রে জানিয়ে রাখি, ডিভাইসটি ১৪টি ভিন্ন ৫জি ব্যান্ডের সমর্থন সহ এসেছে।
Tecno Phantom V Flip 5G স্মার্টফোনের দাম
ভারতে Tecno Phantom V Flip 5G স্মার্টফোনের দাম রাখা হয়েছে ৪৯,৯৯৯ টাকা। এই মূল্য ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আর ইউরোপে এর মূল্য ধার্য করা হয়েছে ৭০০ ইউরো (ভারতীয় মূল্যে প্রায় ৬১,৭০০ টাকা)। যদিও অন্যান্য আঞ্চলিক বাজারে ডিভাইসটির বিক্রয় মূল্য কত রাখা হবে বা এই ফোন কবে কোন দেশে লঞ্চ হবে সেই তথ্য এই মুহূর্তে অন্তরালে রেখেছে সংস্থাটি। হ্যান্ডসেটটি মোট দুটি কালার বিকল্পে এসেছে, যথা - ব্ল্যাক এবং পার্পেল।