ডিসেম্বরের শুরুতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরার সাথে ভারত কাঁপাতে লঞ্চ হচ্ছে Tecno Pova 4
গত মাসে বাংলাদেশ লঞ্চ হয়েছিল Tecno Pova 4। এরপরেই জল্পনা ছিল যে ফোনটি শীঘ্রই ভারতে আসবে। সেই মতো এখন একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে টেকনোর নতুন ফোন ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে। পাশাপাশি রিপোর্টে Tecno Pova 4 কোন প্ল্যাটফর্ম থেকে পাওয়া যাবে তাও জানানো হয়েছে। যদিও সংস্থার তরফে এখনও ডিভাইসটির ভারতে লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়নি।
মাইস্মার্টপ্রাইস তাদের রিপোর্টে বলেছে, টেকনো পোভা ৪ চলতি মাসের প্রথম অর্ধে ভারতে আসছে। আর ফোনটি ই-কমার্স সাইট অ্যামাজন থেকে পাওয়া যাবে। যদিও এদেশে হ্যান্ডসেটটির দাম কত রাখা হবে তা রিপোর্টে উল্লেখ করা হয়নি।
জানিয়ে রাখি, টেকনো পোভা ৪ ফোনে পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। এছাড়া এতে ৫ জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে। পাশাপাশি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ আরও বাড়ানো যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
আবার Tecno Pova 4 ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ ৬.৮২ ইঞ্চি এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে অ্যান্ড্রয়েড ১২ বেসড কাস্টম স্কিন উপস্থিত। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।
ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, Tecno Pova 4 ফোনে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও অজানা সেকেন্ডারি সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। হ্যান্ডসেটটি গ্রেডিয়েন্ট ব্যাক প্যানেল সহ এসেছে।